ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্ধোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: ১৮:২২, ১৪ নভেম্বর ২০১৫

নীলফামারীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্ধোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সারা দেশের ন্যায় জাতীয় ভিটামিন “এ” প্ল¬াস ক্যা¤েপইন শুরু হয়েছে নীলফামারীতেও। স্বাস্থ্য বিভাগের আয়োজনে দিন ব্যাপী এই ক্যা¤েপইন আজ শনিবার সকাল আটটায় নীলফামারী পুরানো হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়। উদ্ধোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। উদ্ধোধন কালে সংস্কৃতি মন্ত্রী আগত শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ,জেএম,এরশাদ আহসাহ হাবিব, সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের সোহেল প্রমুখ। উল্লেখ যে সারা ন্যায় নীলফামারী জেলার ৬ উপজেলা ও ৪ পৌরসভায় ১ হাজার ৬৬৩ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫০ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এজন্য ৪ হাজার ৯৮৯ জন প্রশিক্ষনপ্রাপ্ত সেচ্ছাসেবক কাজ করছে। এই ভিটামিন ক্যাপসুলে শিশুদের রাতকানা রোগসহ অনেক রোগ নির্মূল হবে।
×