ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ড্র

প্রকাশিত: ১৮:২৭, ১৪ নভেম্বর ২০১৫

রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ড্র

অনলাইন ডেস্ক ॥ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে থেকেও জয় হাতছাড়া করল স্বাগতিক আর্জেন্টিনা। অতিথি হিসেবে খেলতে নামা ব্রাজিল ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। বুয়েন্স আইরেসে নিজেদের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে সেলেকাওদের বিপক্ষে আর্জেন্টাইনদের পয়েন্ট ভাগাভাগি করায় রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে এখনও জয়ের মুখ দেখা হলো না আর্জেন্টিনার। সার্জিও আগুয়েরো, লিওনেল মেসিবিহীন স্বাগতিক আর্জেন্টিনার হয়ে গোল করেন ইজিকুয়েল লাভেজ্জি। ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন লুকাস লিমা। প্রথমার্ধে লিড নেয় স্বাগতিকরা। তবে, বিরতির পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে ব্রাজিল। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামেন ব্রাজিল অধিনায়ক নেইমার। কোপা আমেরিকায় পাওয়া চারটি প্রতিযোগিতামূলক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেই মাঠে ফেরেন ব্রাজিলিয়ান অধিনায়ক। ৩৪ মিনিটের মাথায় গোলের দেখা মেলে আর্জেন্টাইন শিবিরে। ডি মারিয়া বল বাড়িয়ে দেন ডান দিকে থাকা হিগুয়েনকে। নাপোলির এই ফরোয়ার্ড দারুণ ক্রসে বল বাড়ান লাভেজ্জিকে। এবারে সুযোগকে কাজে লাগিয়ে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন লাভেজ্জি। প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। তবে, বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটের মাথায় সমতায় ফেরে ব্রাজিল। গোল করেন লুকাস লিমা। দানি আলভেসের ক্রস থেকে ডগলাস কস্তার হেড ক্রসবারে লাগলেও ফিরতি বলে গোল করেন লুকাস লিমা। ম্যাচের ৮৮ মিনিটে দশ জনের দলে পরিণত হয় ব্রাজিল। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডেভিড লুইজ। তবে, বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
×