ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাপানে ভূমিকম্পের পর সুনামির আঘাত

প্রকাশিত: ১৮:৫০, ১৪ নভেম্বর ২০১৫

জাপানে ভূমিকম্পের পর সুনামির আঘাত

অনলাইন ডেস্ক ॥ জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর স্বল্পমাত্রার সুনামি (বড় ঢেউ) আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার ভোরে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, নাকানাশিমা দ্বীপের দক্ষিণে ৩০ সেন্টিমিটার (১ ফুট) উঁচু সুনামি আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত এতে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কাগোশিমা ও সাতসুনার দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হলেও তা তুলে নেওয়া হয়েছে। মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগ জানিয়েছে, মাকুরাজাকি শহরের ১৫৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। ২০১১ সালে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে বড় ধরনের ভূকম্পনের ফলে সৃষ্ট সুনামির আঘাতে প্রায় ১৮ হাজার লোক মারা যান ও নিখোঁজ হন।
×