ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্যারিসে হামলার নিন্দায় রাষ্ট্রপতি

প্রকাশিত: ১৯:৩৯, ১৪ নভেম্বর ২০১৫

প্যারিসে হামলার নিন্দায় রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক ॥ ফ্রান্সের রাজধানী প্যারিসে একই সময়ে কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলার ‘তীব্র নিন্দা’ ও হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, “এক বার্তায় রাষ্ট্রপতি সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।” আবদুল হামিদ নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় প্যারিসে প্রায় একই সময়ে কয়েকটি স্থানে বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বাটাক্লঁ কনসার্ট হলে। মার্কিন ব্যান্ড দল ইগলস অব ডেথ মেটালের কনসার্ট দেখতে তারা জড়ো হয়েছিলেন। সেখানে অন্ততপক্ষে ৮৭ জন নিহত হন। হামলার পর পুরো ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ; বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত। হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যে জঙ্গি গোষ্ঠী আইএসকেই সন্দেহ করা হচ্ছে।
×