ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এভারেষ্ট বিজয়ী মুসা ইব্রাহীমের অনুপ্রেরণায় আমতলীতে ম্যারাথন

প্রকাশিত: ২০:০৫, ১৪ নভেম্বর ২০১৫

এভারেষ্ট বিজয়ী মুসা ইব্রাহীমের অনুপ্রেরণায় আমতলীতে ম্যারাথন

নিজস্ব সংবাদদাতা,আমতলী (বরগুনা)॥ বরগুনার আমতলীতে শনিবার এভারেষ্ট বিজয়ী মুসা ইব্রাহীমের উৎসাহ ও অনুপ্রেরনায় মিনি স্কাই ম্যারাথনে দৌড়ালো আমতলীর শিক্ষার্থীরা। স্কুল ও কলেজের দু’ শতাধিক ছাত্র ও ছাত্রী এ মিনি স্কাই ম্যারাথনে অংশ গ্রহন করে। শনিবার সকাল ৭ টায় আমতলীর কুকুয়া সাহেববাড়ী স্ট্যান্ড থেকে মহাসড়কের আমড়াগাছিয়া বাজার, ঘটখালী, ফায়ার সার্ভিস, আমতলী বাঁধঘাট চৌরাস্তা হয়ে উপজেলা পরিষদ চত্বরে সমাপ্ত হয়। ৮ কিলোমিটার রাস্তা অতিক্রম করে দু’শতাধিক শিক্ষার্থী। সকাল ৯ টায় স্থানীয় সমাজ সেবা সংগঠন এ্যাভেঞ্চার ক্লাব আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত পুরুস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম তালুকদার। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পুলক চন্দ্র রায়, ওসি (তদন্ত) শেখ আব্দুল¬াহ ও বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর মিয়া প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন বাংলাদেশের প্রথম এভারেষ্ট বিজয়ী মুসা ইব্রাহীম। এভারেস্ট একাডেমির চেয়ারম্যান মুসা ইব্রাহীম বলেন জ্ঞান -বিজ্ঞানের পাশা পাশি বাংলাদেশকে বিশ্ব ক্রীড়া অঙ্গনে পরিচিত করার মহৎ উদ্যোগ নিয়ে দেশের এক প্রান্ত থেকে অপরপ্রান্তে ছুটে যাচ্ছি এবং ক্রীড়ামোদীদের পাশে থেকে কাজ করছি। তিনি আরও বলেন দৌড়ের ভিতর দিয়েই ক্যান্সার প্রতিরোধ করতে চাই। মিনি স্কাই ম্যারাথনে স্কুল পর্যায় কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র মো. সজিব ও কলেজ পর্যায় আমতলী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র মো. মহিবুল¬াহ চ্যাম্পিয়ান হয়েছে। বিজয়ীদের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ। মিনি স্কাই ম্যারাথনে অংশ গ্রহনকারীদের উৎসাহ দেয়ার জন্য ৮ কিলোমিটার সড়কের দু’পাশে হাজার হাজার দর্শনার্থী দাড়িয়ে তাদের স্বাগত জানায়।
×