ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভৈরবে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০

প্রকাশিত: ২০:৪১, ১৪ নভেম্বর ২০১৫

 ভৈরবে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০

নিজস্ব সংবাদদাতা,ভৈরব ॥ শনিবার সকালে ভৈরবের চন্ডিবের ও কালিপুর এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২০জন আহত হয়েছে । এলাকাবাসি আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এদের মধ্যে গুরুতর আহত কৃঞ্চ চন্দ্র দাস (৮)কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মহাখালি সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়। বাকি ১৯ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা দেয়া হয়েছে। শহরে পাগলা কুকুরের খবরে এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। আহত স্বজনরা জানান. হাসপাতাল থেকে রোগীদের জলাতঙ্ক রোগের কোন ভ্যাকসিন না দেওয়ায় বাইরে ফার্মেসী থেকে কিনতে হয়েছে । এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসকরা জানান হাসপাতালে সরকারী বরাদ্দ না থাকায় বাহিরে থেকে কিনে চিকিৎসা দিতে হচ্ছে।
×