ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অ্যাথলেটিক্স থেকে রাশিয়া সাময়িকভাবে নিষিদ্ধ

প্রকাশিত: ২১:১০, ১৪ নভেম্বর ২০১৫

অ্যাথলেটিক্স থেকে রাশিয়া সাময়িকভাবে নিষিদ্ধ

অনলাইন ডেস্ক॥ মাদক ব্যবহার বা ডোপিংয়ের অভিযোগে অলিম্পিক গেমসসহ আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে রুশ অ্যাথলেটিক্স ফেডারেশনকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। 'রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়' ডোপিংয়ের অভিযোগ নিয়ে ডোপিংবিরোধী আন্তর্জাতিক সংস্থা, ওয়াডার একটি স্বাধীন প্রতিবেদন প্রকাশিত হবার পর রাশিয়ার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় আন্তর্জাতিক অ্যাথলেটিক্সের নিয়ন্ত্রক সংস্থা, আইএএএফ। রাশিয়াকে নিষিদ্ধ করার প্রস্তাব ২২-১ ভোটে পাশ করে কাউন্সিলের সদস্যরা। এই নিষেধাজ্ঞাকে সবার জন্য একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন আইএএফের প্রেসিডেন্ট লর্ড কো। রুশ ক্রীড়াবিষয়ক মন্ত্রী এই নিষেধাজ্ঞাকে 'সাময়িক' এবং 'সমাধানযোগ্য' হিসেবে মন্তব্য করেছেন। সূত্র : বিবিসি বাংলা
×