ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে বাসাবাড়ীতে সন্ত্রাসীদের হামলা ॥ গ্রেফতার ৩

প্রকাশিত: ২১:৩৭, ১৪ নভেম্বর ২০১৫

পার্বতীপুরে বাসাবাড়ীতে সন্ত্রাসীদের হামলা ॥ গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর॥ পার্বতীপুর শহরের কালীবাড়ী মহল্যার আবাসিক এলাকায় বাসাবাড়ীতে শুক্রবার দুপুরে ও রাতে সন্ত্রাসীদের দুদফা হামলায় স্বামী-স্ত্রীসহ ৪ জন আহত হয়েছে। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে স্থানীয় জি আর পি থানায় ৯জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ফিজার(৩২), উজ্জল (২৫) ও আকমল (৫২) গ্রেফতার হয়েছে। ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানায় পূর্বশত্রুতার জের ধরে এলাকার আলোচিত এক সন্ত্রাসীর নেতৃত্বে একদল উচ্ছৃংখল বখাটে মহল্যার ইয়াকুবের (৪২) বাসায় প্রথম দফা হামলা চালিয়ে তার স্ত্রী লাভলী ইয়াসনিকে(৩০)লোহার রড় দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। রক্ষা করতে গিয়ে স্বামী ইয়াকুব ও পার্শ্ববর্তী প্রতিবেশী সেলিনা(৪০) ও মাসুদা (৩৫) হামলার শিকার হয়ে আহত হয়। তারা হাসপাতালে ভর্তি হওয়ার পরও দ্বিতীয় দফায় রাতে সন্ত্রাসীরা তালা ভেঙ্গে বাসায় ঢুকে বাড়ীর যাবতীয় আসবাবপত্র ভাংচুর করে ।তাদের তান্ডবে মহল্যার লোকজনের ছুটাছুটি শুরু হয়। যোগাযোগ করলে আজ শনিবার বেলা ১১ টায় জিআরপি থানার ওসি হুমায়ুন কবির মামলা দায়ের ও আসামীদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেছেন পলাতকদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
×