ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তিন কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ

প্রকাশিত: ২২:০৫, ১৪ নভেম্বর ২০১৫

তিন কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ রবিবার। কোম্পানি ৩টি হলো -ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আফতাব অটোমোবাইল এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। এছাড়া, কোম্পানি ৩টি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভা করবে।ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। আফতাব অটোমোবাইলস ॥ আফতাব অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ৩১ আগস্ট ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ২০১৪ সালের আগস্ট মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এর আগে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সর্বশেষ তিনটি প্রান্তিকে কোম্পানিটির মোট মুনাফার পরিমাণ দাঁড়ায় ১৭ কোটি ২৭ লাখ টাকা অর্থাৎ শেয়ার প্রতি আয় ১ দশমিক ৮৬ টাকা। এই কোম্পানিটি ১৯৮৭ সালে পুুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল। যমুনা অয়েল ॥ যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির ৩০জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। প্রসঙ্গত, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৪ সালের জুন মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৯০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল। সর্বশেষ মার্চ-২০১৫ সালের তিনটি প্রান্তিকে কোম্পানিটির মোট মুনাফার পরিমাণ ১৪৩ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১২ দশমিক ৯৭ টাকা। ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ॥ ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৩টায়। সভায় কোম্পানির ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। গত অর্থবছর অর্থাৎ জুন-২০১৪ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল। ২০১৫ সালের সর্বশেষ তিনটি প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির মোট মুনাফার পরিমাণ ২৬ কোটি ১০ লাখ টাকা অর্থাৎ শেয়ার প্রতি আয় দাঁড়ায় ১ দশমিক ৯৮ টাকা।
×