ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে মাদকবিরোধী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশিত: ২৩:২২, ১৪ নভেম্বর ২০১৫

সুন্দরগঞ্জে মাদকবিরোধী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রী কলেজ মাঠে শুক্রবার বিকেলে মরহুম মফিজুল হক স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। খেলায় নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, রংপুর জেলার মোট আটটি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের উদ্ধোধন করেন বামনডাঙ্গার সাবেক ক্রিকেটার নুর মোহাম্মদ। এর আগে কলেজ মাঠে বর্ণাঢ্য উদ্বোধনী সংগীত পরিবেশন করে গাইবান্ধা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শিল্পীরা। উদ্ধোধনী খেলায় সৈয়দপুর শেখ রাসেল ক্রীড়া চক্র ৯ রানে হারিয়েছে গাইবান্ধা পূর্বদিগন্ত ক্লাবকে। প্রথমে ব্যাট করতে নেমে শেখ রাসেল ক্রীড়া চক্র সব উইকেটের বিনিময়ে ৮৭ রান করে । জবাবে পূর্বদিগন্ত ক্লাব ৭৮ রানে সব উইকেট হারায়। শনিবার সৈয়দপুর শেখ রাসেল ক্রীড়া চক্র ও বগুড়ার আগমনী ক্রীড়া চক্রের খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্ধোধনের পর কলেজ মাঠে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বামনডাঙ্গা ক্রিকেট ও ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বামনডাঙ্গা ক্রিকেট এন্ড ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক গাওছুল আযম, সাংবাদিক কেরামত উল্য¬াহ, মফিজুল হক স্মৃতি সংস্থার সভাপতি সিফাৎ হোসেন, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম প্রমুখ। খেলা উদ্ধোধনের আগে মাদক বিরোধী এক বর্ণাঢ্য শোভাযাত্রা বামনডাঙ্গা শহর প্রদক্ষিণ করে।
×