ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ভিটামিন এ প্ল¬¬াস ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:২৪, ১৪ নভেম্বর ২০১৫

গাইবান্ধায় ভিটামিন এ প্ল¬¬াস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান- এই শ্লে¬াগানকে সামনে রেখে শনিবার গাইবান্ধা জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্ল¬¬াস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। পৌরসভায় সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয়ে একটি শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর মাধ্যমে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আইয়ুব আলী, পৌর কাউন্সিলর সেলিনা আকতার রতœা প্রমুখ। এই কর্মসূচী বাস্তবায়নে জেলার ৬-১২ মাস বয়সের ৩৬ হাজার ৯৩ শিশু এবং ১২-৫৯ মাস বয়সের ৩ লাখ ১২ হাজার ৮০১ জন শিশুসহ মোট ৩ লাখ ৪৮ হাজার ৮৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেয়া হয়। এজন্য জেলার মোট ২ হাজার ১০৯টি কেন্দ্রে স্বাস্থ্য সহকারি ৩৫৯ জন, ৪৩১ জন পরিবার কল্যাণ সহকারি, ৫ হাজার ৫৩৭ জন স্বেচ্ছাসেবক এবং ২৪৬ জন সুপারভাইজার দায়িত্ব পালন করেন।
×