ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধা ডায়াবেটিক সমিতির আলোচনা সভা

প্রকাশিত: ২৩:২৫, ১৪ নভেম্বর ২০১৫

গাইবান্ধা ডায়াবেটিক সমিতির আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ ‘স্বাস্থ্য সম্মত খাবারই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায়’ এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গাইবান্ধা ডায়াবেটিক সমিতির উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা শনিবার অনুষ্ঠিত হয়। গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আব্দুল বাকি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, মকবুল হোসেন, আবেদুর রহমান স্বপন, মোস্তাফিজুর রহমান, আব্দুল লতিফ হক্কানী, সামিউল ইসলাম পিপলু, আব্দুল হক চৌধুরী, ওসমান গনি, ডাঃ প্রদীপ কর্মকার, ডাঃ মুনতাছির হোসেন তৈমুর প্রমুখ। সভায় জানানো হয় গত ৮ বছরে গাইবান্ধা ডায়াবেটিক সমিতিতে প্রায় ১৪ হাজার রোগীর চিকিৎসা গ্রহণ করেছে। এই রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যসম্মত খাবার এবং সুশৃংখল জীবন যাপনের উপর গুরুত্ব দেয়া হয়। দৈনিক গড়ে প্রায় ২শ’ ডায়াবেটিক রোগী এখানে চিকিৎসা নিচ্ছে।
×