ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় হামলায় আহত-৫

প্রকাশিত: ২৩:৫১, ১৪ নভেম্বর ২০১৫

বরিশালে ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় হামলায় আহত-৫

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার পশ্চিম মোল্লাপাড়া গ্রামের এক স্কুল ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় দু’দফা হামলায় জেলা ছাত্রলীগের এক নেতাসহ ৫জন আহত হয়েছেন। জানা গেছে, ওই গ্রামের শেখর হালদারের জেএসসি পরীক্ষার্থী কন্যা সুমা হালদারকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিলো একই গ্রামের প্রিয়লাল মন্ডলের বখাটে পুত্র বিজয় মন্ডল। বিষয়টি সুমা তার বাবার কাছে জানানোর পর শেখর হালদার শুক্রবার বিকেলে বখাটে বিজয়কে বাড়িতে ডেকে নিয়ে মারধর করে। এঘটনার জেরধরে ওইদিন রাতে বখাটে বিজয় ও তার সহযোগীরা ঐচারমাঠ বাজারে বসে শেখর হালদার ও তার নিকট আত্মীয় জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বাবুল হালদারকে মারধর করে আহত করে। হামলাকারীদের প্রতিরোধ করতে গিয়ে স্থানীয় আরও দু’যুবক আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
×