ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাশিয়া ইরানকে ৭শ' কোটি ডলার অর্থ সহায়তা দিচ্ছে

প্রকাশিত: ০০:৫৪, ১৪ নভেম্বর ২০১৫

রাশিয়া ইরানকে ৭শ' কোটি ডলার অর্থ সহায়তা দিচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ রেলখাত ও বিদ্যুৎখাতের অবকাঠামো উন্নয়নে ইরানকে ৭শ' কোটি ডলার ঋণ দিচ্ছে রাশিয়া। এরমধ্যে দেশটির রাষ্ট্রীয় তহবিল থেকে দেয়া হচ্ছে ৫শ' কোটি ডলারের । আর ২শ' কোটি ডলার দিচ্ছে রাশিয়ার একটি বাণিজ্যিক ব্যাংক। ইরানের শিল্প প্রতিমন্ত্রী মুজতবা খোসরওতাজ বিষয়টি সংবাদ সংস্থা আরটি'কে নিশ্চিত করেন। ইরানের অবকাঠামো প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য এ অর্থ সহায়তা দেয়া হচ্ছে। এ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রেলখাত ও বিদ্যুৎখাত উন্নয়ন। এ ঋণচুক্তির মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা সংশ্লিষ্টদের। বর্তমানে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ ১শ' ৬০ কোটি ডলার। এ পরিমাণ ১ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে ইরান সরকারের। প্রকল্পগুলোর বাস্তবায়নে যৌথ উদ্যোগে একটি ব্যাংক স্থাপনের পরিকল্পনা করছে দেশ দু'টি।
×