ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেনিম এক্সপোতে ভাল সাড়া

প্রকাশিত: ০১:২২, ১৪ নভেম্বর ২০১৫

ডেনিম এক্সপোতে ভাল সাড়া

অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক বাজারের সাথে শুধু সম্পর্ক উন্নয়ন নয়, দেশি পণ্যকে বিদেশিদের কাছে পরিচিত করার লক্ষ্য নিয়ে সদ্য শেষ হওয়া ডেনিম এক্সপোতে ভাল সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। দুই দিনের এ আয়োজনে দেশ-বিদেশের ৩৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। দুইদিন ব্যাপী এই প্রদর্শনীতে অংশ নেয় বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, পাকিস্তান, আমেরিকা, তুরস্ক, দক্ষিন কোরিয়া, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও জার্মানির মোট ৩৯ টি প্রতিষ্ঠান। প্রর্দশিত হয় সর্বশেষ ও ভবিষ্যৎ ডেনিম ফ্যাশনের ট্রেন্ড । আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার মোস্তাফিজ উদ্দিন জানান, ডেনিম উৎপাদক ক্রেতাদের কাছে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতেই অনুষ্ঠিত হলো তৃতীয় বাংলাদেশ ডেনিম এক্সপো। তিনি বলেন, এবারের এক্সপোতে আশানুরূপ সাড়া পেয়েছেন। শুধুমাত্র আন্তর্জাতিক বাজারের সাথে সম্পর্ক উন্নয়নই নয়, সাথে দেশীয় বাজারকেও বিদেশীদের কাছে পরিচিত করাও ছিলো এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ডেনিম নিয়ে আগামী বছরের এপ্রিলে পরবর্তী আয়োজন হবে বলেও জানান তিনি। মেলায় বিভিন্ন দেশের ক্রেতা-দর্শনার্থীদের পাশাপাশি সরব উপস্থিতি ছিলো দেশীয় ক্রেতা-দর্শনার্থীদেরও। এ শিল্পের উন্নয়নে এমন উদ্যোগকে স্বাগত জানান তিনি। গত ১১-১২ নবেম্বর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ডেনিম এক্সপো অনুষ্ঠিত হয়।
×