ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাল টঙ্গীবাড়ী মুক্ত দিবস

প্রকাশিত: ০১:৫৮, ১৪ নভেম্বর ২০১৫

কাল টঙ্গীবাড়ী মুক্ত দিবস

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ কাল ১৫ই নভেম্বর টঙ্গীবাড়ী উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৪ই নবেম্বর রাতে টঙ্গীবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধারা টঙ্গীবাড়ী থানায় হামলা চালায়। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসূল হক, সরাফৎ হোসেন রতন, আ. রউফ, মোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা স্বপন দাস গুপ্তসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। রাত ১টা হতে ৩টা পর্যন্ত মুক্তিযোদ্ধাদের আক্রমনের মুখে পাকিস্থানী হানাদার বাহিনী এক সময় মাইকে আতœসমর্পনের ঘোষনা দেয়। পরে রাতেই পাকিস্থানী বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে আতœসমর্পণ করে। এর মধ্যে দিয়ে ১৫ই নবেম্বর বিবিসির ঘোষনা মতে টঙ্গীবাড়ী উপজেলা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম হানাদার মুক্ত হয়। টঙ্গীবাড়ীর মুক্ত আকাশে ওড়ে বাংলাদেশী পতকা। সর্বত্র ছিল বিজয় কেতন। পাক-বাহিনীর কবল থেকে এই জনপদ মুক্ত হওয়ার দিনটি তাই ইতিহাসে আজও স্মরনীয়। দিবসটি পালনে সরকারি বেসরকারিভাবে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজি ওয়াহিদ জানান, এ উপলক্ষে মশাল মিছিল, র‌্যালী, শহিদ মিনারে পুস্প অর্পন, মুক্তিযোদ্ধাদের সংবধর্ণা দেওয়া হবে।
×