ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাভারে গণধর্ষনের শিকার কিশোরী পোশাক শ্রমিক, আটক ১

প্রকাশিত: ০১:৫৯, ১৪ নভেম্বর ২০১৫

সাভারে গণধর্ষনের শিকার কিশোরী পোশাক শ্রমিক, আটক ১

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভারে এক কিশোরী (১৬) পোশাক কারখানার শ্রমিক গণধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, সাভার বাজার রোডে অবস্থিত একটি পোশাক কারখানার শ্রমিক ওই কিশোরীর সাথে সাথে মো. জীবন নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার রাতে কৌশলে বেড়ানোর কথা বলে জীবন ওই কিশোরীকে সাধাপুর এলাকায় নিয়ে যায়। সেখানে একটি কলাবাগানে নিয়ে গিয়ে জীবন, তার বন্ধু কালামসহ ৫/৬ জন পালাক্রমে ধর্ষন করে। ধর্ষন শেষে ওই কিশোরীকে সেখানে অচেতনাবস্থায় ফেলে রেখে যায়। এরপর আরো ৫/৬ জন যুবক তাকে রাতভর পালাক্রমে ধর্ষন করে। এরপর ওই কিশোরীকে ধর্ষকরা শনিবার ভোরে একটি টেম্পুতে করে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের অদূরে সড়কের পাশে অচেতনাবস্থায় ফেলে রেখে আসে। পরে জ্ঞান ফিরলে ওই কিশোরী অসুস্থ শরীর নিয়ে সাধাপুর এলাকার কয়েকজন মাতবর শ্রেণীর লোকের কাছে গিয়ে ঘটনা খুলে বলে এবং এ ঘটনার বিচার দাবি করে। কিন্তু, মাতবররা এতে অপরাগতা প্রকাশ করে। এদিকে, গণধর্ষনের শিকার ওই কিশোরীর এ ধরনের তৎপরতার বিষয়টি জানতে পেরে ধর্ষক জীবন এলাকায় চলে আসে এবং ওই কিশোরীকে ধরে নিয়ে গিয়ে তাদের বাড়ির একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। বিষটি জানাজানি হলে তখন ওই কিশোরীকে ধর্ষক চক্রের একজন গুমের উদ্দেশ্যে কিশোরীকে গাড়িতে করে অন্যত্র নিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ জীবনের বাড়িতে গিয়ে কিশোরীকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তার মাকে চাপ দিলে ওই কিশোরীকে অন্য একটি স্থানে রেখে যায়। পরে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে এবং অভিযান চালিয়ে কালামকে আটক করে। বিকেলে পুলিশ ধর্ষিতা কিশোরী ও আটক কালামকে থানায় নিয়ে আসে।
×