ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় হামলার জন্যই এই হামলা ॥ আইএস

প্রকাশিত: ০৫:৩২, ১৫ নভেম্বর ২০১৫

সিরিয়ায় হামলার জন্যই এই  হামলা ॥  আইএস

প্যারিসে সন্ত্রাসী হামলা চালিয়ে শতাধিক মানুষের প্রাণহানির জন্য জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটসকে (আইএস) দায়ী করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে আইএস। একটি ভিডিও বার্তায় আইএস হুমকি দিয়েছে- সিরিয়ায় মার্কিন বোমা হামলা বন্ধ না হলে তবে এই ভিডিওটি শুক্রবারে হামলার আগের না পরের, তা নিশ্চিত হওয়া যায়নি। খবর এএফপির। রক্তাক্ত হামলার পরদিন শনিবার নিরাপত্তা নিয়ে এক জরুরী বৈঠকের পর ওলাঁদ বলেন, ফ্রান্সের বাইরে থেকে করা পরিকল্পনায় ভেতরে থাকা ব্যক্তিদের মাধ্যমে এই হামলা চালিয়েছে আইএস। শুক্রবার তিনটি স্থানে হামলাকারী আটজনের সবাই মারা গেছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। হামলায় একশ’ ২৭ জন নিহত এবং এক শ’৮০ জন আহত হয়েছে বলেও জানান তিনি। হামলার পরপরই দেশজুড়ে জরুরী অবস্থা জারি করে সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছিলেন ওঁলাদ। নিহতদের স্মরণে তিন দিনের জাতীয় শোক শনিবার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।
×