ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫টি বিভাগে সিটি ক্ষুদ্র উদ্যোগ পুরস্কার প্রদানের ঘোষণা

প্রকাশিত: ০৫:৪৭, ১৫ নভেম্বর ২০১৫

৫টি বিভাগে সিটি ক্ষুদ্র উদ্যোগ পুরস্কার প্রদানের ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ সিটি ব্যাংক এনএ ও সাজেদা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘সিটি ক্ষুদ্র উদ্যোগ পুরস্কার’ ২০১৫-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেয়া হয়েছে। এ বছর পাঁচটি বিভাগে এ পুরস্কার দেয়া হবে। যাচাই-বাছাই শেষে আগামী বছরের মে মাসের শেষ দিকে পুরস্কার তুলে দেয়া সম্ভব হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। শনিবার সকালে রাজধানীর ডেইলি স্টার কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কার প্রদানের তথ্য জানিয়ে এ প্রত্যাশা ব্যক্ত করা হয়। উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচনসহ সামগ্রিক উন্নয়নে অবদান রাখার জন্য দীর্ঘ ১০ বছর ধরে সিটি ফাউন্ডেশন ক্ষুদ্র উদ্যোক্তা ও ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলোকে এ পুরস্কার প্রদান করে আসছে। আর ১১তম পুরস্কার প্রদানে নতুন করে যুক্ত হয় সাজেদা ফাউন্ডেশন। পুরস্কার প্রদানের বিস্তারিত তথ্য তুলে ধরেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানান, উদ্যোক্তা উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোগকে অনুপ্রেরণা যোগাতে ২০০৪ সালে সিটি ফাইন্ডেশন ও গ্লোবাল স্টুডেন্টস্ এ্যালাইয়ান্সের যৌথ উদ্যোগে ৮টি দেশে গ্লোবাল উদ্যোক্তা পুরস্কার দেয়া হয়। জাতিসংঘ ক্ষুদ্র ঋণ বর্ষ ২০০৫ এর আনকূল্যে ৩০টি দেশে পুরস্কার কর্মসূচী বার্ধিত করে। ২০০৬ সাল থেকে সিটি ফাউন্ডেশন সিএমএ পুরস্কারের সার্বিক দায়িত্ব নেয়। এ বছর সিটি ব্যাংক এনএ ও সাজেদা ফাউন্ডেশন যৌথভাবে সিএমএ পুরস্কার দেবে। বিভাগগুলো হলো বছরের শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা, বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা, বছরের শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা, বছরের শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা, বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা। বছরের শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা পাবে ৪ লাখ টাকা, বছরের শ্রেষ্ঠ ক্ষৃদ্র ঋণ প্রদানকারী সংস্থা পাবে ৩ লাখ টাকা, বছরের শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা পাবেন ৩ লাখ ৫০ হাজার টাকা, বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা পাবেন ৪ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া বছরের শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা, শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা, শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগের রানারআপ বিজয়ীরা পাবেন এক লাখ টাকা করে। ওই সংবাদ সম্মেলনে সিটি ব্যাংক এনএ ও সাজেদা ফাউন্ডেশনের উধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×