ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ১১ শতাংশ

প্রকাশিত: ০৫:৪৯, ১৫ নভেম্বর ২০১৫

চার মাসে এডিপি বাস্তবায়ন  মাত্র ১১ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচী এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ১১ শতাংশ। গত ছয় অর্থবছরের এ সময়ের মধ্যে এবারই সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন হলো। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন আইএমইডি বিভাগের প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। গত বছরের তুলনায় এই অর্থবছরের প্রথম চার মাসে এডিপির বাস্তবায়ন কমেছে এক শতাংশ। প্রতিবেদনে আরও জানা যায়, চলতি অর্থবছরের এডিপিতে যে এক লাখ ৯৯৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, তারমধ্যে ১০টি মন্ত্রণালয়েই বরাদ্দ আছে ৭৩ শতাংশ অর্থ। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ৭৪ হাজার কোটি টাকার। চার মাস পেরিয়ে গেলেও বরাদ্দ পাওয়া মন্ত্রণালয়গুলোর এডিপি বাস্তবায়নের অগ্রগতি নেই। পানিসম্পদ মন্ত্রণালয়ে চলতি বছর তিন হাজার কোটি টাকা বরাদ্দের মধ্যে এ পর্যন্ত খরচ হয়েছে মাত্র ৫ শতাংশ। এছাড়া রেলপথ মন্ত্রণালয় ও সেতু বিভাগের এডিপি বাস্তবায়নে খরচ হয়েছে ৬ শতাংশ। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে ৮ শতাংশ এডিপি বাস্তবায়নে খরচ হয়েছে।
×