ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারে জিহাদী জনের ছেলে

প্রকাশিত: ০৫:৫৩, ১৫ নভেম্বর ২০১৫

ব্রিটিশ পাসপোর্ট নিয়ে  দেশে ফিরতে পারে  জিহাদী জনের ছেলে

জিহাদী জনের এক ছেলে আছে। সে স্বাভাবিকভাবেই ব্রিটেনের নাগরিকত্ব পাবে। সে খুব সম্ভবত ব্রিটেনেই ফিরে আসবে। ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফ এ তথ্য জানতে পেরেছে। জঙ্গী গ্রুপ আইএসের সদস্য জন সম্প্রতি মার্কিন ড্রোন হামলায় সিরিয়ার রাকা শহরে নিহত হয়েছেন। ব্রিটিশ নাগরিক জিহাদী জনের প্রকৃত নাম মোহাম্মদ এমওয়াজি। সিরিয়ার রাকায় বৃহস্পতিবার আইএসের প্রধান কার্যালয় লক্ষ্য করে মার্কিন ড্রোন থেকে ছোড়া হেলফায়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন জিহাদী জন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ খবর নিশ্চিত করেছেন। মার্কিন যে অভিযানে জন নিহত হয়েছেন তাতে ব্রিটেনও অংশ নিয়েছিল তবে ব্রিটেন ক্ষেপণাস্ত্র ছোড়েনি বলে ক্যামেরন জানিয়েছেন। হোয়াইট হাউস বলেছে, অভিযান চালানোর আগেই জনের হাতে নিহত সিরীয়দের স্বজনদের বিষয়টি জানান হয়েছে। জনের হাতে শিরñেদ হওয়া দুই ব্রিটিশ জিম্মির একজন ছিলেন ডেভিড। শিরñেদের দৃশ্যটি ক্যামেরায় ধারণা করে ভিডিও প্রচার করেছিল জঙ্গীরা। জন নিহত হওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ডেভিডের মেয়ে ‘স্বস্তির নিঃশ্বাস’ ফেলে বলেছেন, ‘আর কোন আতঙ্ক সৃষ্টিকারী ভিডিওতে জনকে আমরা আর দেখব না।’ খবর টেলিগ্রাফ অনলাইনের।
×