ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হোসেনী দালান কাউনিয়া সৈয়দপুর একই সূত্রে গাঁথা

প্রকাশিত: ০৫:৫৮, ১৫ নভেম্বর ২০১৫

হোসেনী দালান কাউনিয়া সৈয়দপুর একই সূত্রে গাঁথা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর শহরের হাতিখানার প্রতীকী কারবালার খাদেম হাসনাঈনকে নামাজে সেজদারত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনাটি রংপুরের কাউনিয়ায় পীর আব্দুস ছাত্তার মাজারের খাদেম রহমত আলী হত্যা একই সূত্রে গাঁথা বলে পুলিশ মনে করছে। এদিকে পুলিশ সৈয়দপুরের ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাপ্পু নামের যে যুবককে আটক করেছিল তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সে শহরের হাতিখানা অবাঙালী ক্যাম্পের আশরাফ আলীর ছেলে। তাকে শনিবার আদালতের মাধ্যমে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। তবে এ সংক্রান্ত আদেশ আদালত থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যায়নি। খাদেম হত্যার চেষ্টার ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, সৈয়দপুর শহরের হাতিখানার প্রতীকী কারবালার সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাদী হয়ে সৈয়দপুর থানায় তিনজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন। এদিকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সূত্রমতে, একটি চক্র মাজারের খাদেমদের হত্যার মিশন নিয়ে মাঠে নেমেছে। ফলে উত্তরাঞ্চলের বিশেষ করে রংপুর বিভাগের আট জেলার যে সব স্থানে মাজার রয়েছে সেগুলোতে সর্তকামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×