ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে যৌতুক না পেয়ে বাবা-মাসহ গৃহবধূকে নির্যাতন

প্রকাশিত: ০৫:৫৯, ১৫ নভেম্বর ২০১৫

রূপগঞ্জে যৌতুক না পেয়ে বাবা-মাসহ গৃহবধূকে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৪ নবেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের ৫০ হাজার টাকা না পেয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পারভীন আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করায় ওই গৃহবধূর বাবা-মাকেও পিটিয়ে আহত করা হয়। শনিবার সকালে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় ঘটে এ ঘটনা। পারভীন ফরিদপুর জেলার সদরপুর থানার লাল মিয়া সরকারের গ্রাম এলাকার ফিরোজ বেপারির মেয়ে। পারভীন জানান, তিন বছর আগে কর্ণগোপ এলাকার আলাউদ্দিনের ছেলে হাসান মোল্লার সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে তামিম নামে একটি ছেলেসন্তান হয়। সন্তান হওয়ার পর থেকেই স্বামী হাসান মোল্লা কাজকর্ম ছেড়ে দেন। কাজকর্ম করার জন্য বলা হলে প্রায়ই তাকে মারধর করে থাকে। শনিবার সকালে দাবিকৃত যৌতুকের ৫০ হাজার টাকা না পেয়ে স্বামী হাসান মোল্লা, দেবর রফিক, ননদ আছমা, শ্বশুর আলাউদ্দিন, শাশুড়ি ফাতেমা বেগমসহ শ্বশুরবাড়ির লোকজন লাঠিসোটা দিয়ে পারভীন আক্তারকে পিটিয়ে আহত করে। একপর্যায়ে দেবর রফিক রাম দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। প্রতিবাদ করতে এসে হামলার শিকার হন গৃহবধূ পারভীন আক্তারের মা রুমি বেগম ও বাবা ফিরোজ মিয়া। তাদের রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
×