ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩৪, ১৫ নভেম্বর ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১২. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কবে? ক) ১৯৭০ সালের ১০ এপ্রিল খ) ১৯৭০ সালের ১৭ এপ্রিল গ) ১৯৭১ সালের ১০ এপ্রিল ঘ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল ১৩. মহীশূর রাজ্যের ক্ষমতা দখলে হায়দার আলীকে কারা সাহায্য করেছিল? ক) পর্তুগিজরা খ) দিনেমারর গ) ওলন্দাজরা ঘ) ফরাসিরা ১৪. রাসেল বলে যে, ১৯৬৭ সাল পর্যন্ত ঢাকার উন্নতির জন্য ব্যয় করা হয় মাত্র ২৫০ মিলিয়ন টাকা। এটি কোন ধরনের বৈষম্যের সঙ্গে সাদৃশ্য ক) রাজনৈতিক খ) প্রশাসনিক গ) অর্থনৈতিক ঘ) সাংস্কৃতিক ১৫. মুজিবনগর সরকারের বাংলাদেশকে ১১টি প্রশাসনিক অঞ্চলে বিভক্তির উদ্দেশ্য কি ছিল? ক) দেশব্যাপী সুষ্ঠু প্রশাসন গড়ে তোলা খ) সুষ্ঠুভাবে যুদ্ধ পরিচালনা করা গ) পশ্চিম পাকিস্তানের আক্রমণ প্রতিহত করা ঘ) পশ্চিমবঙ্গে শান্তি প্রতিষ্ঠা ১৬. জাতিগতভাবে নবাব আলীবর্দী খান তোমার স্বজাতি হবেন যদি তুমি হও- ক) বাঙালী খ) তামিল গ) আফগান ঘ) তুর্কি ১৭. টিপু সুলতান ছিলেন- র. মহান যোদ্ধা রর. দেশ প্রেমিক ররর. স্বাধীনচেতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৮. চিরস্থায়ী বন্দোবস্তে ক্ষতিগ্রস্ত হয়েছিল- র. জমিদাররা রর. সরকার ররর. মুসলমানরা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৯. সৈয়দ আহমদ খান প্রাথমিকভাবে কার কাছ থেকে শিক্ষা নেন? ক) গুরু খ) গৃহশিক্ষক গ) পিতা ঘ) মাতা ২০. ফোর্ট উইলিয়াম দুর্গ কে নির্মাণ করেন? ক) সিরাজউদ্দৌলা খ) জন চার্নক গ) ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘ) রাজা অষ্টম হেনরি ২১. আবদুস সালাম কোন জেলায় জন্মগ্রহণ করেন? ক) ব্রাহ্মণবাড়িয়া খ) নোয়াখালী গ) ফেনী ঘ) শেরপুর ২২. কোথায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জায়গা করে দেয়া হয়? ক) বৈদ্যনাথতলায় খ) মুজিবনগরে গ) কলকাতা রেডিওর স্টেশনে ঘ) ঢাকায় ২৩. কোন দেশের পত্র-পত্রিকা বাঙালীর ওপর পাকিস্তানের অত্যাচারের কাহিনী প্রচার করত? ক) যুক্তরাষ্ট্র খ) লন্ডন গ) চীন ঘ) রাশিয়া ২৪. মুসলিম লীগ কোথায় আত্মপ্রকাশ করে? ক) কলকাতায় খ) রাজশাহীতে গ) চট্টগ্রামে ঘ) ঢাকায় ২৫. ভাষা সৈনিক সাইদ আহমদের বাড়ি কোন জেলায়? ক) রংপুর খ) খুলনা গ) বরিশাল ঘ) রাজশাহী ২৬. ছয়দফা আন্দোলনের যে গুরুত্ব তা হলো- র. স্বৈরশাসনের শোষণ-নির্যাতন থেকে মুক্তি রর. অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণ থেকে মুক্তি ররর. মুসলামান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাইকে নিয়ে মুক্তি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৭. ওয়াহাবি শব্দের অর্থী কী? ক) অবশ্য কর্তব্য খ) আন্দোলন গ) ফরজ পালন ঘ) নবজাগরণ ২৮. ১৯৩৫ সালের ভারত শাসন আইনে যুক্তরাষ্ট্রের শাসনভার অর্পিত হয়- র. গবর্নরের ওপর রর. মন্ত্রিসভার ওপর ররর. প্রধানমন্ত্রীর উপর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৯. শাসনকার্য পরিচালনার জন্য পূর্ব পাকিস্তানের জনগণের অংশগ্রহণ কম ছিল কেন? ক) রাজনৈতিক কারণ খ) সামাজিক কারণ গ) ভৌগোলিক কারণ ঘ) জলবায়ুজনিত কারণ ৩০. কে অসহযোগ আন্দোলনের পরিকল্পনা করেন? ক) আবুল কালাম আজাদ খ) মহাত্মা গান্ধী গ) মাওলানা মুহাম্মদ আলী ঘ) মাওলানা শওকত আলী ৩১. ১৯৬৯ সালের ১১ দফা কর্মসূচীর মূল তাৎপর্য হলো- র. শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি রর. নিরপেক্ষ পররাষ্ট্রনীতি ররর. কৃষকের সুযোগ-সুবিধা সৃদ্ধি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩২. ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোড’ নির্মাণ করেন কে? ক) লর্ড হার্ডিজ খ) লর্ড বেন্টিঙ্ক গ) ওয়েলেসলি ঘ) লর্ড ডালহৌসি ৩৩. অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন কে? ক) লর্ড কার্ন খ) লর্ড কর্নওয়ালিস গ) লর্ড ক্লাইভ ঘ) ওয়ারেন হেস্টিংস ৩৪. আনুষ্ঠানিকভাবে গঠিত খুলনা জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি কে? ক) সুনীল ঘোষ খ) স্বদেশ বসু গ) আবদুল ওয়াসেক ঘ) প্রভাষচন্দ্র লাহিড়ী ৩৫. ‘অপারেশন সার্চ লাইট’ এর মতো নীল নকশা তৈরি করা হয় কবে? ক) ১৫ মার্চ ১৯৭১ খ) ১৯ মার্চ ১৯৭১ গ) ১৭ মার্চ ১৯৭১ ঘ) ২১ মার্চ ১৯৭১ ৩৬. ‘আগরতলা মামলা’-এর প্রেক্ষাপট যেটি সেটি হলো- র. ছয়দফাকে নস্যাৎ করা রর. ছয়দফাসহ মোট ১১ দফাকে নস্যাৎ করা ররর. ২১ দফাকে নস্যাৎ করা নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) ররর ঘ) রর ৩৭. মুজিবনগর সরকার কেন যুদ্ধক্ষেত্রকে ১১টি সেক্টরে বিভক্ত করে? ক) ভারতের সাহায্য লাভের জন্য খ) যুদ্ধের প্রতি সাধারণ মানুষের উৎসাহ প্রদানের জন্য গ) যুদ্ধের সংবাদ বহির্বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য ঘ) মুক্তিযুদ্ধকে সুসংহত করার জন্য ৩৮. পর্তুগিজদের শাসন বিলুপ্ত হওয়ার মূলে যারা দায়ী- র. ওলন্দাজ রর. ফরাসি ররর. ইংরেজ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৯. সিরাজ মসনদে বসলে তাঁকে উপঢৌকন পাঠায়নি- ক) ফরাসি খ) ওলন্দাজ গ) পর্তুগিজ ঘ) ইংরেজ ৪০. শহীদ স্মৃতিস্তম্ভ নামে শহীদ মিনার নির্মিত হয় কবে? ক) ২১ ফেব্রুয়ারি খ) ২৩ ফেব্রুয়ারি গ) ২৭ ফেব্রুয়ারি ঘ) ২ মার্চ ৪১. মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? ক) ১০ এপ্রিল খ) ১২ এপ্রিল গ) ১৫ এপ্রিল ঘ) ১৭ এপ্রিল ৪২. নিচের কোনটি জাতিসংঘেল উদ্বাস্তু বিষয়ক হাইকমিশন? ক) ওঈজঈ খ) টঘঈঞঅউ গ) অক্সফাম ঘ) টঘঐঈজ ৪৩. ভাষাশহীদ আবদুল জব্বার কত বছর মায়ানমারে অবস্থান করেন? ক) ১০-১২ বছর খ) ১৫-১৬ বছর গ) ১৮-২০ বছর ঘ) ২২-২৫ বছর ৪৪. মুক্তিযুদ্ধে বাঙালীর পাশে দাঁড়ান যেসব ভারতীয় দল তারা হলেন- র. রাজনৈতিক দল রর. বেসরকারী সংগঠন ররর. লেখক বুদ্ধিজীবী ও পেশাজীবী নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৫. ওয়ারেন হেস্টিংস কত সালে বাংলার গবর্নর নিযুক্ত হন? ক) ১৭৬০ সালে খ) ১৭৬২ সালে গ) ১৭৬৯ সালে ঘ) ১৭৭২ সালে ৪৬. আবুল বরকত কত সালে আই এ (ঐঝঈ) পাস করেন? ক) ১৯১৮ খ) ১৯২১ গ) ১৯২৩ ঘ) ১৯৩১ ৪৭. প্রত্যেক সম্প্রদায়কে ধর্মীয় স্বাধীনতা দেয়া হয় যে কারণে- র. আচার অনুষ্ঠান পালনের জন্য রর. ধর্মে বিশ্বাস স্থাপনের জন্য ররর. ধর্মীয় অনুভূতি তৈরির জন্য নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান লক্ষ্য কী ছিল? ক) শরণার্থী সমস্যা খ) রাজনৈতিক সমস্যা গ) শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে স্বাধীনতা ঘ) অর্থনৈতিক সমস্যা উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও : মুক্তিযুদ্ধের সময় একজন শিল্পী ছবি আঁকা ছেড়ে শরণার্থী শিবিরে গিয়ে চিকিৎসাকেন্দ্র খুলেছিলেন। এতে তার এক ডাক্তার বন্ধু সহযোগিতা দিয়ে ছিলেন। ৪৯. বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয় কত সালে? ক) মকবুল ফিদা খ) তারাশঙ্কর বন্দোপাধ্যায় গ) বাঁধন দাস ঘ) রবি শঙ্কর ৫০. মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কীভাবে সাহায্য করে? ক) ভারতের খ) বাংলাদেশের গ) পাকিস্তানের ঘ) যুক্তরাষ্ট্রের সঠিক উত্তর : ১২. (গ) ১৩. (ঘ) ১৪. (গ) ১৫. (ক) ১৬. (ঘ) ১৭. (ঘ) ১৮. (ঘ) ১৯. (ঘ) ২০. (গ) ২১. (গ) ২২. (গ) ২৩. (খ) ২৪. (ঘ) ২৫. (ঘ) ২৬. (ঘ) ২৭. (ঘ) ২৮. (ক) ২৯. (গ) ৩০. (খ) ৩১. (ঘ) ৩২. (ঘ) ৩৩. (ঘ) ৩৪. (ক) ৩৫. (গ) ৩৬. (খ) ৩৭. (ঘ) ৩৮. (ঘ) ৩৯. (ঘ) ৪০. (খ) ৪১. (ঘ) ৪২. (ঘ) ৪৩. (ক) ৪৪. (ঘ) ৪৫. (ঘ) ৪৬. (ক) ৪৭. (ঘ) ৪৮. (গ) ৪৯. (ক) ৫০. (ক)
×