ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে বিপ্লব এর মুক্তির দাবীতে শো-ডাউন, গণ মিছিল

প্রকাশিত: ১৯:২৩, ১৫ নভেম্বর ২০১৫

লক্ষ্মীপুরে বিপ্লব এর মুক্তির দাবীতে শো-ডাউন, গণ মিছিল

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে পৌর মেয়র তাহের পুত্র ও বহুল আলোচিত বিএনপি নেতা এ্যাড.নুরুল ইসলাম হত্যা মামলায় কারাগারে আটক বিপ্লব এর মুক্তির দাবীতে শনিবার সন্ধ্যায় শো-ডাউন, গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণ মিছিলে মূল শ্লোগান ছিলো, “সোনার বাংলার আসল ফুল আওয়ামীলীগের তৃণমূল”, আফতাপ উদ্দিন বিপ্লবের মুক্তি চাই। তৃণমূল আওয়ামীলীগের ব্যানারে বিশাল গণ মিছির শহরের উত্তর বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কে দক্ষিণ তেমুহানী পর্যন্ত প্রদক্ষিণ করে। সন্ধ্যার পরে পৌর সভা প্রাঙ্গনে তৃনমূল আওয়ামীলীগ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। তৃণমূল জেলা শাখার ১ম যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রিপনে সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. নূরউদ্দিন চৌধুরী নয়ন, বিপ্লবের ছোট ভাই সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক একেএম সালাহউদ্দিন টিপু, জেলা যুবলীগ আহবায়ক সৈয়দ আহম্মদ পাটোয়ারী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস। আওয়ামীলীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর আফতাপ উদ্দিন বিপ্লবকে প্রেসিডেন্ট মার্সিতে মৃত্যু দন্ড থেকে সাজা দিয়ে যাবজ্জীবন সাজা দেয়া হয়। তখন এ নিয়ে মিডিয়াতে বেশ তোড়পাড়ের সৃষ্টি হয়। দ্বিতীয়বার বিপ্লব ২০১৪ সালে কোরবান ঈদের পরের দিন কারাগারে তার বিয়ে নিয়েও মিডিয়াসহ দেশব্যাপী বেশ আলোচিত হয়।
×