ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেকসই উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২০:০৯, ১৫ নভেম্বর ২০১৫

টেকসই উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার॥ টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি আন্তরিক ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ। ২০২১ সালের মধ্যে আমরা মধ্য আয়ের দেশ পরিণত হবো এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। বিশ্ব থেকে দারিদ্র্য বিমোচন করার জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা আবশ্যক বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। রোববার সকালে দই দিন ব্যাপি বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এ আহ্বান জানান।
×