ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পার্থ টেস্টে ভালই জবাব দিচ্ছে নিউজিল্যান্ড

প্রকাশিত: ২০:৪২, ১৫ নভেম্বর ২০১৫

পার্থ টেস্টে ভালই জবাব দিচ্ছে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক ॥ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের ২য় টেস্টের তৃতীয় দিনের চা বিরতির সময় নিউজিল্যান্ড ৩ উইকেট হারিয়ে ৪০৬ রান সংগ্রহ করেছে। ইতিমধ্যে তারা ফলো-অন কাটিয়ে উঠতে পেরেছে। নিউজিল্যান্ডের এখন লক্ষ্য ৫৫৯ রান টপকে প্রথম ইনিংসেই রানের লিড নেওয়া। পার্থের উইকেটে অস্ট্রেলিয়ার বোলারা খুব একটা সুবিধা করতে পারেনি। তৃতীয় ইউকেট জুটিতে উইলিয়ামসন ও টেইলর নিউজিল্যান্ডের পক্ষে ২৬৫ রান যোগ করে। দলের ৩৫২ রানের মাথায় উইলিয়ামসন ১৬৬ রানে আউট হলেও এখনও টেইলর খেলছেন ১৬৫ রানে। এই সময় অধিনায়ক ম্যাকুলাম খেলছেন ২১ রানে। এখন অস্ট্রেলিয়ার থেকে ১৫৩ রানে ফিছিয়ে আছে নিউজিল্যন্ড। তবে ব্যাটিং সহায়ক উইকেটে খুব সাচ্ছন্দেই খেলছে নিউজিল্যান্ড। আজকে আরও খেলা বাকি আছে ৩৪ ওভার। অস্ট্রেলিয়ার ওভারপ্রতি রান ছিল ৪.২২ সেখানে নিউজিল্যান্ডের ওভারপ্রতি রান ৪.১৪। অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক, লেয়ন ও হ্যাজলউড ১ টি করে উইকেট পেয়েছেন। প্রথম টেস্টে জিতে অস্ট্রেলিয়া এগিয়ে আছে।
×