ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে র‌্যাবের হাতে ডলার চক্রের দুই সদস্য আটক

প্রকাশিত: ২০:৪৬, ১৫ নভেম্বর ২০১৫

নীলফামারীতে র‌্যাবের হাতে ডলার চক্রের দুই সদস্য আটক

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ র‌্যাব-১৩ নীলফামারী ক্যা¤েপর সদস্যরা অভিযান চালিয়ে ইউএস ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে। শনিবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাইপাস সড়কের ওয়াপদা রেলঘুন্টি সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ইউএসের ৫৫০ ডলার। এর মধ্যে রয়েছে ৩টি ১০০ ডলারের নোট,১টি ৫০ ডলারের নোট, ৩টি ২০ ডলারের নোট, ১০টি ২ ডলারের নোট, ১টি ২ ডলারের নোট ও ১ ডলারের ১১৮টি নোট । আটককৃতদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষে সৈয়দপুর থানায় মামলা দায়ের পর পুলিশের হাতে তুলে দেয়া হয়। আজ রবিবার দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে। ডলার চক্রের আটক দুই জন হলো রংপুরের বদরগঞ্জ উপজেলার মাদারিপাড়া গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে আব্দুস সাক্তার (২৮) ও দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া বিষ্ণুগঞ্জ গ্রামের নজরুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম(৩৫)। র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
×