ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উচ্চশিক্ষার সুযোগ চান ম্যাটস শিক্ষার্থীরা

প্রকাশিত: ২১:৩৮, ১৫ নভেম্বর ২০১৫

উচ্চশিক্ষার সুযোগ চান ম্যাটস শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার ॥ মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগের দাবিতে মানববন্ধন করেছেন। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মানববন্ধন থেকে ইন্টার্ন ভাতা, বাংলাদেশ মেডিকেল শিক্ষা বোর্ড গঠনের দাবিও তোলা হয়। বাংলাদেশে ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ব্যানারে এই মানববন্ধন করা হয়। এসময় শিক্ষার্থীরা জানান, আটটি সরকারি ও ২৩২টি বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রতিবছর প্রায় ৮-১০ হাজার শিক্ষার্থী পাস করে বের হচ্ছেন। তারা স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে উপ-সহকারী মেডিকেল অফিসার হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করছেন। এক শিক্ষার্থী বলেন, আমাদের মতো একই মানের কোর্স করা ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং সমমানের অন্য সব ডিপ্লোমাধারীদের ‍উচ্চ শিক্ষার সুযোগ থাকলেও আমাদের সেই সুযোগ নেই। অথচ আমরা তিন বছর মেয়াদী কোর্স ছাড়াও এক বছর ইন্টার্ন করি। ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ করে দিলে স্বাস্থ্য সেবায় আরো গতি বাড়বে বলে তিনি মনে করেন।
×