ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে অনলাইন ডাটাবেজে অর্ন্তভূক্তি বিষয়ক মতবিনিময়

প্রকাশিত: ২২:১২, ১৫ নভেম্বর ২০১৫

নাটোরে অনলাইন ডাটাবেজে অর্ন্তভূক্তি বিষয়ক মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, নাটোর॥ নাটোরে ‘ক্ষুদ্র ও কুটির শিল্পের জিআইএস ভিত্তিক অনলাইন ডাটাবেজ’ এ অর্š—ভূক্তি বিষয়ে জেলা প্রশাসন, শিল্প মালিক ও উদ্যোক্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও কুটির শিল্পের কার্যক্রম অনলাইন ডাটাবেজে অর্ন্তভুক্তির ফলে দেশের শিল্প উদ্যোক্তারা এবং বিনিয়োগকারীদের জন্য সম্ভবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিসিকের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় সব শিল্পের পূর্ণাঙ্গ তথ্য এক যায়গায় পাওয়া যাবে। পরে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং শিল্প উদ্যোগতাদের অনলাইনের ডাটাবেজ এবং এর সুফল সম্পর্কে ধারনা দেওয়া হয়।
×