ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরে অস্ত্র গুলিসহ দুই যুবক আটক

প্রকাশিত: ২২:৫৭, ১৫ নভেম্বর ২০১৫

যশোরে অস্ত্র গুলিসহ দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস॥ রবিবার ভোরে ডিবি পুলিশের একটি দল শহরের বেজপাড়া এলাকা থেকে অস্ত্রগুলি ও মোবাইলফোন সেটসহ দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হলো ইয়াসিন আরাফাত (২৫) ও আমজাদ হোসেন (২৫) ওরফে আকাশ। যশোর ডিবি পুলিশের ওসি আলী আহমেদ হাশেমী জানান, তাদের কাছে খবর ছিল সন্ত্রাসী ইয়াসিন ও আকাশ নাশকতার লক্ষ্যে অস্ত্রগুলিসহ বেজপাড়া কবরস্থানের পাশে জনৈক পচা মিয়ার বাড়িতে অবস্থান করছে। এরপর ভোর পাঁচটার দিকে সেখানে ডিবি পুলিশের এসআই তোফায়েল আহমেদের নেতৃত্বে একটি টিম অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পচা মিয়ার বাড়ির সানশেড থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের মধ্যে একটি নাইন এমএম পিস্তল, একটি ভারতীয় পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, চারটি ছুরি ও ৬টি মোবাইলফোন সেট উদ্ধার করা হয়। ওসি আরও জানান, ধৃত দুজন যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রবাজ। ইয়াসিনের বিরুদ্ধে কোতয়ালী থানায় হত্যা, অস্ত্র, ছিনতাই, চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে। আটক ইয়াসিন যশোর শহরের বেজপাড়া চোপদারপাড়া এলাকার মৌলবী মনিরুজ্জামানের এবং আকাশ শংকরপুর আশ্রম রোড এলাকার আব্দুল আলিমের ছেলে।
×