ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেরপুরে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে মশারী বিতরণ

প্রকাশিত: ২৩:১৪, ১৫ নভেম্বর ২০১৫

শেরপুরে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে মশারী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বেসরকারী উন্নয়ন সংস্থা র‌্যাসডো’র উদ্যোগে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়েছে। আজ রবিবার স্থানীয় ডাকাবর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩শ ৬৪টি হতদরিদ্র পরিবারের মাঝে ১টি করে ওই মশারী বিতরণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমিরুল ইসলামের সভাপত্বিতে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফর রহমান, ময়মনসিংহ অঞ্চলের ব্র্যাক প্রতিনিধি আব্দুর রউফ, র‌্যাসডোর স্থানীয় ব্যবস্থাপক নেপাল সুন্দর নিয়োগী, শ্রীবরদী উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোঃ শহিদুল্লাহ প্রমুখ। উল্লেখ্য, সীমান্তবর্তী ঝিনাইগাতী একটি ম্যালেরিয়া প্রবণ এলাকা।
×