ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মঞ্জুর সাজা বাতিলের রায় আপীলে বহাল

প্রকাশিত: ২৩:৫০, ১৫ নভেম্বর ২০১৫

মঞ্জুর সাজা বাতিলের রায় আপীলে বহাল

স্টাফ রিপোর্টার॥ দুর্নীতির মামলায় বন ও পরিবেশমন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর খালাস আদেশের বিরুদ্ধে আপীলের আবেদন খারিজ করেছেন আপলি বিভাগ। এর ফলে হাইকোর্টের খালাসের রায় বহাল থাকল। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।এই আদেশের ফালে তার বিরুদ্ধে নিন্ম আদালতের দেয়া সাজার আদেশ বাতিলদই বহাল রইলো বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন- এ্যাটর্নির্ জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান। এর আগে তার দুর্নীতি মামলায় মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে সাত বছরের সাজা বাতিল করে রায় দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ।
×