ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পার্থ টেস্টে টেইলরের অপরাজিত ২৩৫ রান

প্রকাশিত: ০০:০০, ১৫ নভেম্বর ২০১৫

পার্থ টেস্টে টেইলরের অপরাজিত ২৩৫ রান

অনলাইন ডেস্ক ॥ পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার ৫৫৯ রানের জবাবে তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের রান ৬ উইকেটে ৫১০ রান। এখনও তারা অস্ট্রেলিয়ার থেকে ৪৯ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবে গতকাল সোমবার সকালে। হাতে আছে ৪ উইকেট। সবচেয়ে বড় বিষয় রোজ টেইলার এখনও অপরাজিত আছে ২৩৫ রানে। এই ব্যাটসম্যান আজ পার্থের দশকদের দৃষ্টিনন্দন ব্যাটিং উপহার দিয়েছেন। তার সঙ্গে অপরাজিত আছেন ক্রেইগ ৭ রানে। চতুর্থ দিন হবে ম্যাচের টানিং পয়েন্ট। খেলায় যদি নিউজিল্যান্ড লিড নিতে পারে তাহলে ম্যাচ তাদের অনুকুলেই চলে আসবে। না হলে ম্যচ ড্র হবে। তবে ম্যাচের ভাগ্য এখন নিউজিল্যান্ডের দিকেই কিছুটা ঝুকে আছে। চা বিরতির সময় নিউজিল্যান্ডের রানরেট ছিল ৪.১৪। চার বিরতির পর খুব ধীর গতিতে রান তুলার কারনে নিউজিল্যান্ডের রানরেট নেমে এসেছে ৩.৯৫ এ।
×