ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ অর্ধশতাধিক হোটেল কর্মচারী

প্রকাশিত: ০০:০৪, ১৫ নভেম্বর ২০১৫

কক্সবাজারে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ অর্ধশতাধিক হোটেল কর্মচারী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে তারকা মানের হোটেল লংবীচে খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়া অর্ধশতাধিক কর্মকর্তা কর্মচারী কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ঘরে ও স্ব স্ব কর্মস্থলে ফিরে গেছেন। শুক্রবার রাতে খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়লে শনিবার তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জেলা সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: মুরাদ জানান, শনিবার দুপুরে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে আসা হয়। পুরোদমে চিকিৎসা সেবা দিয়েছি। খাবারে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছিল। এদের অবস্থা আশঙ্কা জনক নয় বলে জানিয়েছেন তিনি। অভিযোগ রয়েছে, শুক্রবার রাতে কর্মকর্তা কর্মচারীদের ওই হোটেলের পঁচা ও বাসি খাবার সরবরাহ করায় খাদ্যে বিষক্রিয়া সৃষ্টি হয়ে বমি হতে থাকে। পরবর্তীতে তা ডায়রিয়ায় পরিনত হয়ে এ ঘটনা ঘটে।
×