ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ॥ ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

প্রকাশিত: ০০:০৮, ১৫ নভেম্বর ২০১৫

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ॥  ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ “দূর্যোগ দূর্ঘটনায় ঝুঁকি হ্রাসে প্রয়োজন জনসচেতনা ও প্রশিক্ষণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৫ উদ্যাপন উপলক্ষ্যে রবিবার ঠাকুরগাঁওয়ে বিশেষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঠাকুরগাঁওয়ের কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আল মামুন হক, জেলা মুত্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায়, পৌর প্যানেল মেয়র বাবলুর রহমান, প্রাক্তন জেলা ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন প্রমূখ। বক্তাগন অগ্নিকান্ডের কারণ ও অগ্নিনির্বাপনে করণীয় বিষয় ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পর বেশকিছু সুপারিশ করেন এবং এব্যাপারে সকলের সচেতনতা বৃদ্ধি ও সহযোগিতার আহবান জানান। এসময় জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবিগন উপস্থিত ছিলেন।
×