ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জুনিয়র এশিয়া কাপ হকি॥ বাংলাদেশের প্রথম জয়

প্রকাশিত: ০০:৫৬, ১৫ নভেম্বর ২০১৫

জুনিয়র এশিয়া কাপ হকি॥ বাংলাদেশের প্রথম জয়

অনলাইন ডেস্ক ॥ প্রথম ম্যাচে হারের হতাশা কাটিয়ে জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। ওমানের বিপক্ষে অসীম গোপদের জয়টি ৫-৪ গোলের। মালয়েশিয়ার কুয়ানতানে রবিবার তৃতীয় মিনিটে আল লাওয়াতির গোলে এগিয়ে যায় ওমান। এক মিনিটের মধ্যে রোমান সরকারের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমার্ধে আরও তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। একাদশ মিনিটে আশরাফুল ইসলাম, ষোড়শ মিনিটে আশরাদ হোসেন ও ২৫তম মিনিটে মোহাম্মদ ইমন লক্ষ্যভেদ করেন। ওমানের লাওয়াতি ২০তম মিনিটে ওমানের লাওয়াতি ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করলেও ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। ওমান দ্বিতীয়ার্ধের শুরুতে আল খালিদের গোলে স্কোরলাইন ৪-৩ করে ম্যাচে উত্তেজনা ফেরায়। এরপরই আশরাফুলের ব্যক্তিগত দ্বিতীয় গোলে ব্যবধান বাড়িয়ে নেয় মাহবুব হারুনের দল। ৫৬তম মিনিটে আল শাইবি গোল করলেও ওমানকে দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়তে হয়। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-২ গোলে হারে তারা। পাকিস্তানের কাছে ৩-১ গোলে হেরে এই আসর শুরু করা বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে।
×