ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাড়তি বিনিয়োগ সমন্বয়ের সময় দুই বছর বাড়ছে

প্রকাশিত: ০১:০৬, ১৫ নভেম্বর ২০১৫

বাড়তি বিনিয়োগ সমন্বয়ের সময় দুই বছর বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাড়তি বিনিয়োগ সমন্বয়ের সময় সীমা দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থমন্ত্রী বলেন, ব্যাংক আইনের কারণে ক্যাপিটেল মার্কেট একটু অ্যাফেক্ট হচ্ছে। এই আইন ক্যাপিটেল মার্কেটে একটা প্যানিক সৃষ্টি করেছে। আমরা আইনটা সংশোধন করে বাড়তি বিনিয়োগ সমন্বয়ের সময় সীমা দুই বছর বাড়িয়ে দিবো। তিনি জানান, সংশোধনীর জন্য আইনটি দ্রুত মন্ত্রিসভায় অনুমোদনের জন্য তোলা হবে। রবিবার শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে গত বুধবারে মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সমন্বয় সভায় এই সময় বাড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান দেশের বাইরে থাকার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এই সময় বাড়াতে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করতে হবে। সেটি সময় সাপেক্ষ্য বিষয়, এই কারণে প্রথম বিশেষ অধ্যাদেশ জারির মাধ্যমে সময় বাড়ানো হবে। পরে সেটি সংসদে আইন আকারে পাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যদিও তালিকাভুক্ত ব্যাংকগুলোর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ও মার্চেন্ট ব্যাংকগুলো ইতিমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনে (বিএসইসি) এই সময়সীমা অন্তত চার বছর বাড়ানোর দাবি জানিয়ে ছিলেন। এছাড়া প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে তালিকাভুক্ত কোম্পানিকে শুধুমাত্র শেয়ারের সংজ্ঞার মধ্যে ফেলতে দাবিও জানানো হয়েছে। এখন বন্ড, ডিবেঞ্চারকে শেয়ারের মতো গণনায় আনা হয়। বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনে খোঁজ নিয়ে জানা গেছে, পুঁজিবাজারে স্থিতিশীলতার স্বার্থে ব্যাংক ও বাজার সংশ্লিষ্টদের দাবির কারণে বিনিয়োগসীমা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ইতিবাচক পদক্ষেপ নিতে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও মৌখিকভাবে বলা হচ্ছে, ব্যাংক কোম্পানি আইনে বিনিয়োগ সীমা বিষয়টি থাকার কারণে জাতীয় সংসদে সংশোধনী আনতে হবে। তবে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে অভ্যন্তরে এই সংক্রান্ত কাজ শুরু করে দিয়েছে। দ্রততম সময়ের মধ্যেই বিনিয়োগ সমন্বয়ে সময় বাড়ানোর ঘোষণা দেবেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান। উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাতে বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ব্রোকারস এসোসিয়েশনের নেতৃবৃন্দকে বিনিয়োগ সমন্বয়ে সময় বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন। বানিজ্যমন্ত্রী বলেছিলেন, বাজারের স্থিতিশীলতা ফেরাতে অন্তত দুই বছর সময় বাড়ানো উচিত।
×