ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নোট-মুদ্রা গ্রহণ না করলে ব্যবস্থা

প্রকাশিত: ০২:০২, ১৫ নভেম্বর ২০১৫

নোট-মুদ্রা  গ্রহণ না করলে ব্যবস্থা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ছেঁড়া-ফাটা নোট ও ধাতব মুদ্রা গ্রহণ না করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে তফসিলী ব্যাংকগুলোকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেনন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জারিকৃত সার্কুলারে এ সর্তক বার্তা জানিয়ে সব ধরনের নোট ও মুদ্রা বিনিময় ও সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, তফসিলী ব্যাংকের শাখাগুলো গ্রাহকদের নিকট হতে ১, ২ এবং ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা এবং কাগুজে নোট গ্রহণ এবং স্বাভাবিক লেনদেনের স্বার্থে প্রতিটি শাখা প্রতিটির নূন্যতম ১০,০০০ পিস করে সংরক্ষণ করতে হবে। তবে স্থানীয় কার্যালয় ও অন্যান্য বড় শাখাকে বর্ণিত সংখ্যার তিনগুণ অর্থাৎ প্রতিটি মূল্যমানের ৩০,০০০ পিস করে ধাতব মুদ্রা সংরক্ষণ করতে হবে। সংশ্লিষ্ট ব্যাংক নির্ধারিত পরিমাণের অতিরিক্ত ধাতব মুদ্রা বাংলাদেশ ব্যাংকে জমা দিতে পারবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংককে নিশ্চিত হতে হবে যে, তাদের সকল শাখায় তাদের জন্য নির্ধারিত পরিমাণ ধাতব মুদ্রা সংরক্ষিত আছে। বাংলাদেশ ব্যাংকে ধাতব মুদ্রা জমাদানের প্রয়োজন হলে ব্যাংক শাখাগুলো শক্ত মোটা কাপড়ের ব্যাগ বা থলে ব্যবহার করবে। প্রতিটি ব্যাগ বা থলেতে মূল্যমান নির্বিশেষে ১,০০০ পিস করে ধাতব মুদ্রা রেখে ব্যাগ/থলের মুখ সিলগালা করে অথবা সিকিউরিটি ট্যাগ দ্বারা বন্ধ করে বাংলাদেশ ব্যাংকে জমা প্রদান করতে হবে। একই ব্যাগ বা থলেতে একাধিক মূল্যমানের ধাতব মুদ্রা রাখা যাবে না। ব্যাংকের নিজস্ব ফ্লাই লিফ পূরণ করে তা আঠার সাহায্যে ব্যাগের গায়ে লাগিয়ে দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের কয়েকটি স্থানে ব্যাংক কর্তৃক ধাতব মুদ্রা গ্রহণ না করার অভিযোগ ওঠায় এ নির্দেশনা জারি করা হয়েছে।
×