ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে হত্যার হুমকি

প্রকাশিত: ০৫:৩৮, ১৬ নভেম্বর ২০১৫

কথাসাহিত্যিক হাসান  আজিজুল হককে  হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হককে হত্যার হুমকি দেয়া হয়েছে। রবিবার বিকেলে তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে এ হুমকি দেয়া হয়। একটি ‘প্রাইভেট’ লেখা নম্বর থেকে ফোনটি করা হয়েছিল। তবে হুমকিদাতা কোন নাম-পরিচয় দেয়নি। হাসান আজিজুল হকের একজন ঘনিষ্ঠজন জানায়, সন্ধ্যায় হাসান আজিজুল হক বিছানায় ছিলেন। ওই সময় তার ব্যক্তিগত মোবাইলে ফোন আসে। যার ডিজিটগুলো সব শূন্য। ফোনে বিপরীত দিক থেকে হাসান আজিজুল হককে বলা হয়, আপনি কি নিজেকে বদলাবেন? উত্তরে হাসান আজিজুল হক বলেন, এ বয়সে আমি নিজেকে কি বদলাব? ফোনে বিপরীত দিক থেকে বলা হয়, আপনি যদি না বদলান তাহলে আপনার সমস্যা আছে। এ সময় হাসান আজিজুল হক বলেন, আপনি যেই হন না কোন সামনাসামনি এসে কথা বলেন। এরপর ‘ঠিক আছে আমি সামনে আসব আপনি প্রস্তুত থেকেন’ কথাটি বলে ফোনটি রেখে দেয়া হয়। তবে কে বা কারা এ হুমকি দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। হুমকি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় হাসান আজিজুল হক বলেন, আমার বয়স হয়ে গেছে। এ জীবন নিয়ে তারা আর কী করবে? তবে, আমি বেশি চিন্তা করি তরুণ প্রজন্মের জন্য, যারা আজ প্রগতির পক্ষে সরব। রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, অধ্যাপক হাসান আজিজুল হককে হত্যার হুমকির বিষয়টি তিনিও শুনেছেন। স্যারের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
×