ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোন লোডশেডিং নেই এখন দেশে

প্রকাশিত: ০৫:৪৫, ১৬ নভেম্বর ২০১৫

কোন লোডশেডিং নেই এখন দেশে

সংসদ রিপোর্টার ॥ লোডশেডিং নামক শব্দটি এখন বাংলাদেশে নেই। সারাদেশে ৭৫ শতাংশ এলাকায় বিদ্যুত সুবিধা পৌঁছে দিয়েছে সরকার। ২০১৮ সালে ৯০ শতাংশ এলাকা বিদ্যুত সুবিধার আওতায় আসবে। আগামী দুই বছরের মধ্যে শতভাগ এলাকায় পল্লী বিদ্যুতায়ন সম্ভব হবে। এর মধ্যে ৮০ শতাংশ বিদ্যুতায়ন হবে গ্রিড লাইনের মাধ্যমে। এছাড়া দেশে বর্তমান গ্যাসের মজুদ ২০৩১ পর্যন্ত চলবে, অর্থাৎ আর ১৬ বছর পর দেশে কোন গ্যাসের মজুদ থাকবে না। রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানান, দেশের প্রাথমিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ছিল ২৭১ দশমিক ১২ টিসিএফ। এ পর্যন্ত ১৩ দশমিক শূন্য তিন টিসিএফ গ্যাস উত্তোলিত হয়েছে। বর্তমানে দেশে ১৪ দশমিক শূন্য ৮ টিসিএফ গ্যাস মজুদ রয়েছে, গত অর্থবছরে ৮৯০ বিসিএফ গ্যাস উত্তোলিত হয়েছে। সে হিসেবে গ্যাস উত্তোলনের হার অপরিবর্তিত থাকলে আরও ১৬ বছর মজুদকৃত গ্যাস ব্যবহার করা যেতে পারে।
×