ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে গণসঙ্গীত উৎসব

প্রকাশিত: ০৫:৫৫, ১৬ নভেম্বর ২০১৫

বরিশালে গণসঙ্গীত উৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ ‘ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’ সেøাগানে বৃহত্তর বরিশালে হয়ে গেল ‘গণসঙ্গীত উৎসব ২০১৫’। বরিশালের বরগুনা শহীদ মিনার প্রাঙ্গণে শুক্রবার সন্ধ্যায় দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনা পৌরসভার মেয়র মোঃ শাহাদাত হোসেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য সৈয়দ দুলাল, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ। স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ শাহজাহান। অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করে ঢাকা কেন্দ্রীয় খেলাঘর আসর, বরিশাল তানসেন সঙ্গীত বিদ্যালয়, বরগুনা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বরগুনা লোকসঙ্গীত পরিষদ। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফকির আলমগীর, আবিদা রহমান সেতু ও বাবুল সাহা। আবৃত্তি করেন রফিকুল ইসলাম। উৎসবের দ্বিতীয় দিন শনিবার বিকেলে বক্তব্য রাখেন বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, পুলিশ সুপার বিজয় বসাক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা। গণসঙ্গীত পরিবেশন করেন পিরোজপুর উত্তরায়ন খেলাঘর আসর, পিরোজপুর মাস্টার অজিত সঙ্গীত বিদ্যালয়, উদীচী শিল্পী গোষ্ঠী বরগুনা জেলা সংসদ, বরগুনা খেলাঘর জেলা কমিটি। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আরিফ রহমান, ফকির সিরাজ ও মোস্তাক আহমেদ। দুই দিনব্যাপী উৎসব সঞ্চালনা করেন উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব মুশফিক আরিফ।
×