ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে ‘নক্তের বাসিন্দা’ নাটক মঞ্চস্থ

প্রকাশিত: ০৫:৫৫, ১৬ নভেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে ‘নক্তের বাসিন্দা’ নাটক মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ‘নক্তের বাসিন্দা’ নামে নাটক মঞ্চস্থ হয়েছে। শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকে ২৫ শিশু অভিনয় করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। হিরণ কিরণ থিয়েটার এটি মঞ্চস্থ করে। নাটকটি রচনা করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ঢালী। নির্দেশনা দিয়েছেন মাহমুদুল হাসান অপু। প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর রেজাউল করিম। সভাপতি এ্যাডভোকেট মুজিবুর রহমানের সভাপতিত্বে নাটক শেষে অনুভূতি ব্যক্ত করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট কাজী আফসার হোসেন নিমু, আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের লাইফ গবর্নর অভিজিৎ দাস ববি, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসিমা আক্তার ও মুন্সীগঞ্জ থিয়েটারের সভাপতি নাট্যকার হুমায়ুন ফরিদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানভীর হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির। অভিনেতাদের পুরস্কৃত করেন অভিজিৎ দাস ববি।
×