ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেড কাপটাই বাকি শারাপোভার

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ নভেম্বর ২০১৫

ফেড কাপটাই বাকি শারাপোভার

স্পোর্টস রিপোর্টার ॥ সুদীর্ঘ ক্যারিয়ারে চারটি গ্র্যান্ডসøামের সবকটিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন মারিয়া শারাপোভা। ২৮ বছর বয়সী এই রুশ সুন্দরী জিতেছেন টোকিও, স্টুটগার্ট, রোম, মাদ্রিদ, ইন্ডিয়ান ওয়েলস, সিনসিনাত্তি এবং দোহাসহ আরও অনেক শিরোপাই। কিন্তু দুর্ভাগ্য এই গ্ল্যামারগার্লের। এখন পর্যন্ত ফেড কাপের শিরোপার ছুঁয়াটাই হলো না তার। যে কারণে এবার তার সামনে ফেড কাপ জেতার সুবর্ণ সুযোগ। প্রাগে চলমান ফেড কাপের প্রথম দিনে জয় দিয়েই শুরু করেছেন তিনি। শনিবার বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা মারিয়া শারাপোভা ৬-৩ এবং ৬-৪ গেমে হারান চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাকে। কিন্তু অপর ম্যাচে জয় পেয়েছে পিসকোভার স্বদেশী পেত্রা কেভিতোভাও। যে কারণে প্রথম দিন শেষে দুইদেশের ফলাফল ১-১। উইম্বলডনের সাবেক চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা এদিন হারান এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে। প্রথম সেটে হেরে শেষ পর্যন্ত কেভিতোভা ২-৬, ৬-১ এবং ৬-১ গেমে উড়িয়ে দেন শারাপোভার স্বদেশী পাভলিউচেঙ্কোভাকে। চলতি মাসের শুরুতেই ডব্লিউটিএ ফাইনালসে খেলতে নেমেছিলেন মারিয়া শারাপোভা। কিন্তু চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার কাছে হেরেই টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। মৌসুমের চারটি গ্র্যান্ডসøামের পরই ডব্লিউটিএ ফাইনালসের স্থান। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটজন প্রমীলা খেলোয়াড়রা জায়গা পান এই ইভেন্টে। এবার এই আসরে ফেবারিটের তকমাটা গায়ে মেখেই খেলতে নেমেছিলেন মাশা। শুরু থেকে খেলছিলেনও দুর্দান্ত। সিঙ্গাপুরে রাউন্ড রবিনের প্রথম তিন ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পান টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। কিন্তু বেশিদূর এগুতে পারেননি তিনি। বরং তাকে গুঁড়িয়ে দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠেন পেত্রা কেভিতোভা। কিন্তু পরবর্তীতে কেভিতোভাও হার মানেন পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কার কাছে।
×