ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আব্বাস উদ্দিন ও তারামন বিবির নামে ছাত্রাবাস

প্রকাশিত: ০৬:০২, ১৬ নভেম্বর ২০১৫

আব্বাস উদ্দিন ও  তারামন বিবির  নামে ছাত্রাবাস

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি) ১৮ কোটি টাকা ব্যয়ে দুটি আবাসিক হলের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেছে। রবিবার ওকি গাড়ীয়াল ভাইয়ের বিখ্যাত সুরকার কিংবদন্তী শিল্পী, প্রয়াত আব্বাস উদ্দিন আহমেদের নামে ৫০০ শয্যার ছাত্রদের জন্য আবাসিক হলটির উদ্ধোধন করেন সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার (জিওসি) ও বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য মেজর জেনারেল মোঃ মাসুদ রাজ্জাক পিএসপি। অপরদিকে, ছাত্রীদের জন্য ৩০০ শয্যার মুক্তিযুদ্ধের নারী নেত্রী বীর প্রতীক তারামন বিবির নামে আবাসিক হলটির উদ্ধোধন করেন তারামন বিবি নিজেই। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ও ইএমই সেন্টার এ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কবিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল আবুল হোসেন (অব) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপদেষ্টা ড. আশরাফুর রহমান, প্রক্টর মেজর (অব) মিজানুর রহমান, ডিন ড. নাসিম আহমেদসহ বিভিন্ন পর্যায়ের সেনাবাহিনীর কর্মকর্তাগণ।
×