ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাভারে কারখানায় ডাকাতি ॥ ৫০ লাখ টাকার মাল লুট

প্রকাশিত: ০৬:০৩, ১৬ নভেম্বর ২০১৫

সাভারে কারখানায়  ডাকাতি ॥ ৫০ লাখ টাকার মাল লুট

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ নবেম্বর ॥ সাভারে একটি কেবল কারখানার এক নিরাপত্তাকর্মীর সহায়তায় অনুমান ৫০ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা। ডাকাতদের মারধরে আহত হয়েছে কারখানার পরিচালক রেজোয়ারসহ ৫ জন। শনিবার গভীর রাতে সাভার মডেল থানাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়াতেপুরের ঋষিপাড়ার ‘খাজা কেবল্স’ কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষ জানায়, কয়েক দিন আগে কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে চাকরিতে ঢুকে ‘এভেন্ড গার্ড এ্যালায়েন্স গ্রুপ’ এর রোমান নামের এক ব্যক্তি। শনিবার রাতে অন্যান্য নিরাপত্তাকর্মীর সঙ্গে রোমানও কারখানায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। রাতে রোমানের কাছে তার দু’ বন্ধু বেড়াতে আসে। তারা কৌশলে কারখানার অন্য নিরাপত্তাকর্মী শামীম, হাসান, নাজমুল, নজরুলসহ ছয়জনকে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত জুস পান করিয়ে অচেতন করে ফেলে। এরপর তাদের সহযোগী ১০Ñ১২ জনের একটি ডাকাত দল কাভার্ডভ্যান নিয়ে কারখানায় প্রবেশ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার পরিচালক, ৩ নিরাপত্তাকর্মী ও এক বাবুর্চিকে মারধর করে হাত-পা-চোখ-মুখ বেঁধে ফেলে। পরে ডাকাতরা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা এবং কারখানায় মজুত রাখা অনুমান ৫০ লাখ টাকার কেবল ও কেবল তৈরির কাঁচামাল লুট করে সঙ্গে নিয়ে আসা কাভার্ডভ্যানযোগে পালিয়ে যায়। সকালে কারখানায় কর্মরত অন্যরা কর্মস্থলে এসে অচেতন নিরাপত্তাকর্মীসহ তাদের উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে।
×