ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও সুশাসন ২য় পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:০৫, ১৬ নভেম্বর ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. বাংলাদেশে কত বছর বয়স্ক নাগরিক ভোটদানের অধিকারী হয়? ক) ১৭ বছর খ) ১৮ বছর গ) ১৯ বছর ঘ) ২০ বছর ২. দশম জাতীয় নির্বাচন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ দল এককভাবে সর্বাধিক আসন লাভ করে- ক) বিএনপি খ) আওয়ামী লীগ গ) জাতীয় পার্টি ঘ) জাসদ ৩. স্থানীয় সরকারের কর্মচারীদের কে নিয়োগ দেন? ক) স্থানীয় সরকার খ) প্রাদেশিক সরকার গ) কেন্দ্রীয় সরকার ঘ) জেলা সরকার ৪. ১৯৫৪ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেও কোন দল বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি? ক) কংগ্রেস খ) জনতা পার্টি গ) মুসলিম লীগ ঘ) যুক্তফ্রন্ট ৫. পাকিস্তানের কোন ডেপুটি স্পিকারকে গণপরিষদের মধ্যে হত্যা করা হয়? ক) আব্দুল হামিদ খ) শাহেদ আলী গ) রাজ্জাক আলী ঘ) আইয়ুব আলী ৬. কবে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়- ক) ২ মার্চ খ) ৫ মার্চ গ) ৭ মার্চ ঘ) ২ মে ৭. একাধিকক্রমে কত বৈঠক দিবস অনুপস্থিত থাকলে কোন জাতীয় সংসদ সদস্যের আসন শূন্য হবে? ক) ৭০ খ) ৮৯০ গ) ৮৫ ঘ) ৯০ ৮. ধর্মীয় শিক্ষাকে ব্যক্তিগত জীবনে অর্থবহ করে তোলার নিমিত্তে হাজী শরীয়াতউল্লাহ কোথায় গমন করেন? ক) মিসর খ) জেদ্দা গ) মক্কা ঘ) মদিনা ৯. ১৯৫৮ সালের কত তারিখে ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন? ক) ৭ অক্টোবর খ) ৭ নভেম্বর গ) ৮ নভেম্বর ঘ) ১৬ ডিসেম্বর ১০. দুর্নীতি দমন কমিশন পুনঃগঠিত হয়- ক) ২০০৭ সালে খ) ২০০৫ সালে গ) ২০০৩ সালে ঘ) ২০০১ সালে ১১. সরকারি কর্মকমিশনের সভাপতি ও সদস্যগণ কার কাছে স্বাক্ষরযুক্ত পত্র যোগে পদত্যাগ করতে পারবেন? ক) প্রধানমন্ত্রী খ) স্পিকার গ) রাষ্ট্রপতি ঘ) প্রধান উপদেষ্টা ১২. বঙ্গভঙ্গের ফলে যে সম্প্রদায় এক নবজীবন লাভ করে- ক) হিন্দু খ) বৌদ্ধ গ) খ্রিস্টান ঘ) মুসলমান ১৩. ১৯৫৪ সালের যক্তফ্রন্ট সরকার কয় মাস স্থায়ী ছিল? ক) ৮ মাস খ) ৬ মাস গ) ৩ মাস ঘ) ১ মাস ১৪. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর ভারতবর্ষে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয় কেন? ক) সংগঠনটির উদ্দেশ্য পূরণ হওয়ায় খ) সংগঠনটির কর্মকা-ের কারণে গ) হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দানের কারণে ঘ) মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব দানের কারণে ১৫. পাকিস্তানের প্রথম গণপরিষদ সংবিধান প্রণয়নের জন্য গঠন করা হয়- ক) আইনশৃঙ্খলা কমিটি খ) মূলনীতি কমিটি গ) সংবিধানিক কমিটি ঘ) রাষ্ট্র পরিচালনা কমিটি ১৬. আজাদ যে কমিশনের মাধ্যমে শিক্ষক হয়েছে এই কমিশনটি কত সালে গঠিত হয়? ক) ১৯৭৭ সালে খ) ১৯৭৮ সালে গ) ১৯৭৯ সালে ঘ) ১৯৮০ সালে ১৭. ভারতবর্ষ আসার সমুদ্রপথ আবিষ্কারের সাথে সম্পৃক্ত- র. ১৪৯৮ সাল রর. ভাস্কো-দা-গামা ররর. ফরাসি নাবিক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ১৮. মওলানা ভাসানী মুসলমানদের পৃথক কিসের স্বপক্ষে জনমত গড়ে তোলেন? ক) শাসনব্যবস্থা খ) রাজধানী গ) আবাসভূমি ঘ) শিক্ষাব্যবস্থা ১৯. ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণের পর কোন ঘোষণাটি পূর্ব বাংলার জনগণকে আশ্বস্ত করে? ক) ভোটাধিকার প্রতিষ্ঠা খ) স্বায়ত্তশাসন দান গ) সংবিধান রচনার ঘোষণা ঘ) সদস্য সংখ্যা বৃদ্ধি ২০. ১৯৮৫ সালে গণ ভোটে শতকরা কতভাগ হ্যাঁ ভোট পড়েছিল? ক) ৬৩.১৯% খ) ৬৭.৪৯% গ) ৭১.২৯% ঘ) ৭২.১৫% ২১. সংযুক্ত তহবিলের ওপর ধার্য ব্যয়সমূহ কোথায় আলোচিত হয়? ক) সংসদে খ) অর্থ মন্ত্রণালয়ে গ) রাজস্ব বোর্ডে ঘ) বিনিয়োগ বোর্ডে ২২. সংসদে সরকারি বিল উত্থাপন করে কে? ক) সাধারণ সদস্যগণ খ) প্রধানমন্ত্রী গ) মন্ত্রীগণ ঘ) রাষ্ট্রপতি ২৩. ‘১৫ চড়রহঃ অপঃরড়হ চৎড়মৎধসসব’ বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে উপস্থাপন করে? ক) ৩৩ খ) ৩৪ গ) ৩৫ ঘ) ৩৬ ২৪. ভারত শাসন আইনে (১৯৩৫) কেন্দ্রীয় তালিকায় ছিল? র. আইনশৃঙ্খলা রর. পররাষ্ট্র সংক্রান্ত বিষয় ররর. শিক্ষা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ২৫. কোনটি এনজিওর কর্মকা- নয়? ক) রাস্তাঘাট নির্মাণ খ) গ্রামীণ দারিদ্র্য বিমোচন গ) আত্মকর্মসংস্থান সৃষ্টি ঘ) বনায়ন কর্মসূচি ২৬. ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- কোন তারিখে বঙ্গবন্ধু এই ঐতিহাসিক ভাষণ প্রদান করেন? ক) ১ মার্চ খ) ২ মার্চ গ) ৩ মার্চ ঘ) ৭ মার্চ ২৭. বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ রয়েছে? ক) ১০টি খ) ১১টি গ) ১২টি ঘ) ১৩টি ২৮. শেরে বাংলা এ কে ফজলুল হক কত সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন? ক) ১৯০৫ সালে খ) ১৯৩৫ সালে গ) ১৯৪০ সালে ঘ) ১৯৪৭ সালে ২৯. মুহম্মদ আলী জিন্নাহকে পাকিস্তান প্রতিষ্ঠার- র. তাত্ত্বিক বিবেচনা করা হয় রর. ব্যাখ্যাকর বিবেচনা করা হয় ররর. প্রচারক বিবেচনা করা হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৩০. কার মাধ্যমে প্রতি বছর অর্থ বিল সংসদে পেশ করা হয়? ক) বাণিজ্যমন্ত্রী খ) রাষ্ট্রপতি গ) অর্থমন্ত্রী ঘ) প্রধানমন্ত্রী ৩১. ইউনিয়ন পরিষদের তিনজন মহিলা সদস্যকে কিভাবে নির্বাচিত করা হয়? ক) প্রশাসনিকভাবে খ) মনোনয়নের ভিত্তিতে গ) সরাসরি ভোটে ঘ) অভিজ্ঞতার ভিত্তিতে ৩২. জাতীয় অর্র্থের অভিভাবক রূপে কে দায়িত্ব পালন করেন? ক) এ্যাটর্নি জেনারেল খ) দুর্নীতি দমন কমিশন গ) বাংলাদেশ কর্ম কমিশন ঘ) মহাহিসাব নিরীক্ষক ৩৩. বিশ্বের কোন ধরনের দেশসমূহে স্থানীয় শাসন ও স্থানীয় স্বায়ত্তশাসনকে এক করে দেখা হয়? ক) উন্নত খ) অনুন্নত গ) উন্নয়শীল ঘ) বৃহৎ ৩৪. ১৯৭১ সালে কয় মাসের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়? ক) ৯ মাস খ) ৭ মাস গ) ৬ মাস ঘ) ৩ মাস ৩৫. খেলাফত আন্দোলনের মূল কারণ- ক) তুরস্কের খেলাফত রক্ষা খ) ব্রিটিশের ভুয়া প্রতিশ্রুতি গ) ব্রিটিশ সরকার কর্তৃক প্রতিশ্রুতি ভঙ্গ ঘ) খেলাফত অবমাননা ৩৬. ইভটিজিং শব্দ কত সালে প্রথম মিডিয়াতে প্রকাশিত হয়? ক) ১৯৪০ সালে খ) ১৯৫০ সালে গ) ১৯৫৫ সালে ঘ) ১৯৬০ সালে ৩৭. ফরায়েজি আন্দোলনের প্রচারক ও সংগঠক কে ছিলেন? ক) সৈয়দ আহমেদ বেরলভী খ) শাহ ওয়ালীউল্লাহ গ) হাজি শরীয়তউল্লাহ ঘ) তিতুমীর ৩৮. বিশ্বের সব স্বাধীন ও সার্বভৌম দেশের কী রয়েছে? ক) পররাষ্ট্রনীতি খ) সামরিক বাহিনী গ) গণতন্ত্র ঘ) ধর্মীয় নিরাপত্তা ৩৯. কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না? ক) সংসদ সদস্যের খ) বণিক সমিতির গ) ক্রীড়া পরিষদের ঘ) যানবাহন সমিতির ৪০. কিসের মাধ্যমে দেশে জনমতের প্রতিফলন ঘটে? ক) নির্বাচন খ) জনসভা গ) পত্রপত্রিকা ঘ) হরতাল ৪১. সাধারণত জেলা পর্যায়ের আদালতগুলো কী নামে পরিচিত? ক) অধস্তন আদালত খ) উধ্বর্তন আদালত গ) সেশন আদালত ঘ) দ্রুত বিচার আদালত ৪২. সংবিধান ২য় সংশোধনীতে কী বলা হয়? ক) রাষ্ট্রপতিকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেওয়া হয় খ) রাষ্ট্রপতিকে সামরিক ক্ষমতা প্রদান করা হয় গ) প্রধানমন্ত্রীকে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা প্রদান করা হয় ঘ) রাষ্ট্রপতিকের জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা প্রদান করা হয় ৪৩. সাপটাতে অংশগ্রহণকারী দেশ কয়টি? ক) ৪টি খ) ৫টি গ) ৭টি ঘ) ৮টি ৪৪. বাংলাদেশে কোন সমস্যা ভয়াবহ আকার ধারণ করায় দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে? ক) অশিক্ষা খ) বেকারত্ব গ) যোগ্য ব্যক্তির অভাব ঘ) ন্যায়পরায়ণতা ৪৫. মহাহিসাব নিরীক্ষকের রিপোর্ট কার কাছে উপস্থাপিত হয়? ক) রাষ্ট্রপতি খ) প্রধানমন্ত্রী গ) অর্থমন্ত্রী ঘ) প্রধান বিচারপতি ৪৬. আধুনিক রাষ্ট্রকে কী ধরনের রাষ্ট্র বলা হয়? ক) যৌক্তিক খ) স্বতন্ত্রধর্মী গ) জনকল্যাণমূলক ঘ) পুঁজিবাদী ৪৭. ধর্মীয় অনুশাসন মেনে চললে কোন রোগের প্রাদুর্ভাব অনেক কমে যায়? ক) কলেরা খ) এইডস গ) ক্যান্সার ঘ) ডায়রিয়া ৪৮. বাংলাদেশ কতবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে? ক) ৩ বার খ) ৪ বার গ) ৫ বার ঘ) ৬ বার উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও : বাংলাদেশ প্রায় দীর্ঘ দুইশত বছর ব্রিটিশ শাসনাধীন ছিল। তাদের জাতীয় চেতনার সাথে সামঞ্জস্য আঞ্চলিক নিয়ম, নীতি, ধর্ম, নৈতিকতা, রাষ্ট্রীয় কিছু কানুন ইত্যাদিকে তারা সাংবিধানিক আইন হিসেবে ব্যবহার করে। বাংলাদেশের সংবিধান বৈশিষ্ট্যের দিক থেকে ব্রিটিশ সংবিধান থেকে কিছুটা ব্যতিক্রম। ৪৯. বাংলাদেশে কত বছর বয়স্ক নাগরিক ভোটদানের অধিকারী হয়? ক) লিখিত সংবিধান খ) সর্বোচ্চ আইন গ) রাষ্ট্র পরিচালনার মূলনীতি ঘ) মৌলিক অধিকার ৫০. দশম জাতীয় নির্বাচন পযন্তসংখ্যাগরিষ্ঠ দল এককভাবে সর্বাধিক আসন লাভ করে- ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর সঠিক উত্তর ১. (খ) ২. (খ) ৩. (গ) ৪. (ঘ) ৫. (খ) ৬. (ক) ৭. (ঘ) ৮. (গ) ৯. (ক) ১০. (ক) ১১. (গ) ১২. (ঘ) ১৩. (গ) ১৪. (খ) ১৫. (খ) ১৬. (ক) ১৭. (ক) ১৮. (গ) ১৯. (ক) ২০. (ঘ) ২১. (ক) ২২. (গ) ২৩. (খ) ২৪. (খ) ২৫. (ক) ২৬. (ঘ) ২৭. (খ) ২৮. (গ) ২৯. (ঘ) ৩০. (গ) ৩১. (গ) ৩২. (ক) ৩৩. (ক) ৩৪. (ক) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (গ) ৩৮. (ক) ৩৯. (ক) ৪০. (ক) ৪১. (ক) ৪২. (ঘ) ৪৩. (ঘ) ৪৪. (খ) ৪৫. (ক) ৪৬. (গ) ৪৭. (খ) ৪৮. (গ) ৪৯. (খ) ৫০. (খ)
×