ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাভারে সাবেক ছাত্রদল নেতা অভি আটক

প্রকাশিত: ১৮:২৭, ১৬ নভেম্বর ২০১৫

সাভারে সাবেক ছাত্রদল নেতা অভি আটক

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভার মডেল থানা পুলিশ সাভার পৌর ছাত্রদলের সাবেক নেতা ওবায়দুর রহমান অভিকে আটক করেছে। তাকে আটকের পর থানায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তাকে আটকের খবরে অনেকেই বিস্মিত হন। কারণ, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এবারই প্রথম অভি পুলিশের হাতে আটক হলো। অথচ, দলের স্থানীয় নেতারা পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হয়েছেন। দলের দু’ নেতা সাবেক সাংসদ ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ও পৌর মেয়র রেফাত উল্লাহ সম্প্রতি নাশকতার মামলার গ্রেফতার হয়ে বর্তমানে কারান্তরীন রয়েছেন। এছাড়া, অভির সাথে পুলিশ প্রশাসনের যে গভীর সখ্যতা রয়েছ- তা সকলেরই জানা। জানা গেছে, রবিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডস্থ অভিজাত বিপনী বিতান ‘সাভার সিটি সেন্টার’ এর সামনে থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়নি। তবে, তাকে নাশকতাকারীদের অর্থায়ন, নাশকতা সৃষ্টি ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যাসহ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানা গেছে।
×