ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় ১৫ লিটার বাংলা মদ উদ্ধার

প্রকাশিত: ২২:০২, ১৬ নভেম্বর ২০১৫

পাথরঘাটায় ১৫ লিটার বাংলা মদ উদ্ধার

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা ॥ বরগুনার পাথরঘাটায় ১৫ লিটার বাংলামদ উদ্ধার করেছেকোষ্টগার্ড।উপকূলবর্তী তালতলী উপজেলা থেকে আগত একটি যাত্রীবাহী ছোট লঞ্চে সোমবার বেলা১১ টায় পরিত্যাক্ত অবস্থায় এ মদ পাওয়া যায়। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার কথা নিশ্চিত করেছে। কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ সংবাদদাতাকে জানান, সোমবার বেলা ১১টায় তালতলী উপজেলা থেকে আগত এমএল সোনিয়া নামক ছোট একটি লঞ্চ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৫ লিটার বাংলামদ (স্থানীয় ভাবে উৎপাদিত ও বাংলা মদ হিসেবে পরিচিত) উদ্ধার করে পাথরঘাটা থানায় হস্তান্তর করেছে। তিনি আরো জানান, বিষয়টি মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরকে জানান হয়েছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) জিএম শাহনেওয়াজ জানান, কোস্টগার্ড ১৫ লিটার বাংলা মদ থানায় জমা দিয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কাজ শুরু হয়েছে।
×