ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে যক্ষারোগ নিয়ন্ত্রনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এডভোকেসি সভা

প্রকাশিত: ২৩:০৮, ১৬ নভেম্বর ২০১৫

খাগড়াছড়িতে যক্ষারোগ নিয়ন্ত্রনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এডভোকেসি সভা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে যক্ষারোগ নিয়ন্ত্রনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব হল রুমে যক্ষা রোগ নিরোধ কমিটি(নাটাব)’ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। যক্ষা রোগ নিরোধ কমিটির খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক জীতেন বড়–য়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার। আলোচন হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ সঞ্জীব ত্রিপুরা। সভায় খাগড়াছড়িতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় যক্ষা রোগ সম্পর্কে সাংবাদিকদের সাথে আলোচনা করা হয়।
×